বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণ সুন্দরের কবি। অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় অপরিসীম সুনাম, প্রতিপত্তি এবং স্বীয় প্রতিভা বলে পাঠক ও প্রজা সাধারণের প্রগাঢ় ভালােবাসায় অলৌকিক মর্যাদা লাভ করেছেন। ১৯১৩ সালে তাঁর নােবেল পুরস্কারে সম্মানিত হওয়ায় পুরাে জাতি তাে বটেই ভারতবর্ষের জন্য এক বিরল সম্মান বয়ে নিয়ে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমগ্র হতে বেছে পাঠকের মনােজগতে প্রভাব বিস্তার করে এ গ্রন্থে এমন বাণীগুলাে দেয়া হয়েছে। যা পাঠকদের বিশ্বকবিকে জানতে ও বুঝতে সহায়তা করবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য ও মানবতার কবি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও সৃজনশীল কর্ম আমাদের অফুরন্ত অনুপ্রেরণার উৎস। কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের মূর্ত প্রতীক । জাতীয় কবি অবশ্যম্ভাবিভাবে আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি সর্বদা বিরাজমান আমাদের চৈতন্যজুড়ে | জাতীয় কবির রচনাবলী হতে বাছাই করে বাণীগুলাে বাণী চিরন্তনে দেয়া হয়েছে। বিশ্বকবি ও জাতীয় কবির জ্ঞানগর্ভ ও প্রজ্ঞাচিত বাণীগুলাে আমাদের পাথেয় হয়ে থাকবে। দু'জন কবির বাণীগুলাে পাঠকদের প্রণােদনা দিবে এ প্রত্যাশা নিরন্তর।
মোহাম্মদ জিল্লুর রহমান মূলত সরকারি কর্মকর্তা। বইয়ের সঙ্গেই তাঁর সার্বক্ষণিক ওঠা-বসা অর্থাৎ গ্রন্থাগারিক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক পদে চাকুরীকাল সম্পন্ন করে সম্প্রতি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। নানাবিধ গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নানা বিষয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর।কর্মজীবন শুরু করেছিলেন একটি ইংরেজি দৈনিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বাল্যকাল থেকেই বইয়ের নেশা, অন্যদিকে লেখার নেশা। সব মিলিয়ে তিনি একজন গ্রন্থপ্রেমিক। জন্মেছেন নানা বাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট, নাটোর জেলার সিংড়া উপজেলার রূপকথার গ্রাম খ্যাত হুলহুলিয়ায়।পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন আদর্শবাদী শিক্ষক। এ অঞ্চলে তিনি ‘হেডপণ্ডিত’ নামে সুপরিচিত ছিলেন। মা জাহানারা আহমেদ আজন্ম গ্রন্থ অনুরাগী। ছাত্রজীবন থেকেই পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ে কৌতুহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। তিনি বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহন ও গবেষণার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। সংবাদপত্রে বিষয়ভিত্তিক কলাম ছাড়াও এ পর্যন্ত তাঁর বাইশ হাজার চিঠিপত্র প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা পাঁচশ’র অধিক।