‘লিসেনার’স ডায়েরি-১ম খন্ড’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ২০১৭ সালের ৫ই ডিসেম্বর বর্ণ প্রকাশ থেকে সাইদুর ভাই আমার কাছে এসে বলে আমার জীবনী নিয়ে সে একটা বই বের করতে চায়। তখন আমার মনে হল আমার জীবনতো কেবল শুরু তবে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা ডাইরী আছে। সে ডাইরী আমার জীবনের গল্প দিয়ে সাজানো হয় নি। তবে আমার হাজারো লিসেনারস এর জীবনের জীবনী আর গল্প দিয়ে সাজানো হয়েছে। এই ডাইরীতে আমি মানুষের সুখ আর দুঃখ উভয়ই জমাতাম। তাই সেই সুখ দুঃখ শেয়ার করতে ডাইরীর ৯ টি গল্প দিয়ে এ বইটি সাজানো হয়েছে যে ৯ টি গল্প দিয়েছি তাঁর প্রত্যেকটি গল্পই সত্য ঘটনা অবলম্বনে তবে নিরাপত্তার জন্য নাম, স্থান ও সময় পরিবর্তন। করা হয়েছে। শ্রোতাদের অনুরোধে আমার জীবন থেকে একটি গল্পও দিয়েছি এই বইটিতে। সব মিলিয়ে এই বইটিতে আছে ১০ টি গল্পের ১০ টি জীবন। আমি লেখক নই আর লিখাও আমার জন্য নয়। তবে আমার সাথে বইয়ের জন্য দিন-রাত কষ্ট করার জন্য ধন্যবাদ শাহাদাত হোসেন অভ্র এবং ফারিহা রহমান স্নেহা কে। ধন্যবাদ রেডিও নেক্সট এর ষ্টেশন ম্যানেজার শাহারিয়ার হাসান পৃথিবী এবং লিসেনারস ডাইরি শো এর প্রডিউসার ও গ্রোগ্রাম হেড পাভেল তানভীর মরশেদ চৌধুরী ভাইদের। ধন্যবাদ ডিরেক্টর মাবরুর রশিদ বান্নাহ ভাইকে। যাদের সহযোগিতায় আমার সফলতার পথ চলা। ধন্যবাদ রওশন আলম, শাহিদুল, বিল্লাল এবং মুশফিক আর ফারহান ফ্যান ক্লাব এর সকল সদস্যকে।