বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস এবং বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে বিশেষভাবে প্রণীত আন্তর্জাতিক বিষয়াবলির নির্ভরযোগ্য গ্রন্থ। বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলি অংশের জন্য একশ’ নম্বরের উত্তর প্রদান করতে হবে। চূড়ান্ত পরীক্ষায় সাফল্যের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভাষাগত দুর্বলতা এবং উত্তর প্রদানে যথাযথ কৌশল অবলম্বন না করায় অনেকে পরীক্ষায় ভালো নম্বর পায় না। অথচ মনোযোগের সাথে সাম্প্রতিক বিষয় এবং সিলেবাস অনুসরণে কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অধ্যয়ন করলে ভালো নম্বর পাওয়া সম্ভব, যা মোট নম্বরের সাথে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারে। সাফল্য প্রত্যাশী পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত যত্মসহকারে এ বইটি রচিত ও সম্পাদিত হয়েছে। অধিকাংশ বিসিএস পরীক্ষার্থী বুঝতে পারেন না কী ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় সন্নিবেশিত হয়। এছাড়া পরীক্ষার্থীদের অনেকেই সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা রাখেন না। ফলে দেখা যায় অনেকগুলো topics থেকে প্রশ্ন করা হয়েছে যা পরীক্ষার্থীর আয়ত্তে ছিল না। পরীক্ষার্থীদের এ বিভ্রান্তির মূল কারণ বাজারে প্রচলিত বইগুলোর অসম্পূর্ণতা। একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিষয়াবলির বই পরীক্ষার্থীদের উপহার দেবার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই গ্রন্থটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নির্বাচন করে তা সিলেবাসের ভিত্তিতে সাজানো হয়েছে। বিষয়গুলো ইস্যু ও প্রশ্ন আকারে সাজানো হয়েছে। আন্তর্জাতিক বিষয়ে বেশকিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও টীকা সন্নিবেশিত হয়েছে। উন্নতমানের লেখনি এবং নানা ঘটনা-প্রতিঘটনার পরিবর্তনসমূহের কারণ বিশ্লেষণে আন্তর্জাতিক সম্পর্শে কৌশলগুলো ব্যবহার করা হয়েছে। এই বইখানি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এবং সাফল্য লাভে সহায়ক হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। পরীক্ষার্থী সকলের জন্য রইল শুভকামনা।