ভূমিকা: বিসিএস পরীক্ষা পদ্ধতিকে আধুনিক, মানসম্মত ও যুযোপযোগী করার লক্ষ্যে ৩৫তম বিসিএস থেকে নতুন নিয়মে নতুন সিলেবাসের নির্দেশনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩৫তম বিসিএস থেকে জেনারেল ও প্রফেশনাল/টেকনিক্যাল উভয় ক্যাডারের পরীক্ষার্থীদের ২০০ নম্বরের বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষা একদিনে ৪ ঘণ্টায় অনুষ্ঠিত হচ্ছে। ফলে বাংলাদেশ বিষয়াবলির জন্য প্রকাশিত বইটির গুরুত্বও বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ বিষয়টির গুরুত্বের দিকে লক্ষ্য না রেখে বাজারে যেসব বই প্রকাশিত হয়েছে সেগুলোতে গাধা কিছু বিষয়কে এলোমেলোভাবে উপস্থাপন করা হয়েছে মাত্র। একমাত্র আমরাই সিলেবাস ও সর্বশেষ পরীক্ষার প্রশ্ন পর্যালোচনায় প্রকাশ করেছি প্রফেসর’স বিসিএস বাংলাদেশ বিষয়াবলি বইটি। যেভাবে বিন্যাস করা হয়েছে বইটি ও ১০ম থেকে ৩৮তম বিসিএস পরীক্ষার রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন ও টীকার সমাধান। ও নতুন সিলেবাস ও সর্বশেষ প্রশ্নের আলোকে মডেল প্রশ্ন ও উত্তর। বিগত বছরের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন পর্যালোচনায় সাল নির্দেশ। বিষয় বিশেষজ্ঞ ও বিসিএস ক্যাডারদের দ্বারা অধ্যায় বিন্যাস। নতুন সিলেবাস ও বিগত বিসিএস প্রশ্ন পর্যালোচনায় অধ্যায়ভিত্তিক টীকা সন্নিবেশ। প্রতিটি প্রশ্নে সর্বশেষ ও নির্ভুল তথ্যের সন্নিবেশের চেষ্টা। বিসিএস ও পদোন্নতি পরীক্ষাসহ বিভিন্ন উচ্চতর চাকরি পরীক্ষার মান অনুযায়ী প্রশ্ন নির্বাচন। অধ্যায়ের গুরুত্ব ও সাম্প্রতিক আলোচিত বিষয়াবলির প্রশ্ন সন্নিবেশ। আপনাদের সাফল্যে কার্যকর ভূমিকা রাখতে নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত আমাদের বিসিএস লিখিত সিরিজের বইগুলোতেও সমাবেশ ঘটানো হয়েছে বহু মেধাবী, সফল ও অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার ছাপ। আমরা বিশ্বাস করি, আমাদের অন্যান্য বইয়ের মতো এ বইটিও আপনাদের সাফল্য অর্জনে যথাযথ সাহায্য করবে। আপনাদের জন্য রইল আমাদের শুভ কামনা, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।
Title
৪১ তম বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য প্রফেসর’স সেট ৭ টি বই