হাবলুদের ফ্রিল্যান্সিং কাদের জন্য। আমরা ভাবি যেখানে আমাদের ব্যর্থতা সেখানেই শেষ। কিন্তু আমার ধারণা সেখানেই শুরু সব কিছুর '। জীবনে অনেক কিছু করা যায় কিন্তু সবার আগে যা করা লাগে তা হলাে মনােবল তৈরি এবং তারপর এগিয়ে যেতে হয়। বইটিতে আসলে হাবলু হচ্ছে আমি। আমি যখন ফ্রিল্যান্সিং শিখতে চেয়েছিলাম আমি হাজারাে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। চেষ্টা করেছি সব কিছু তুলে ধরতে যাতে হয়ত আপনাকে হাবলু না হতে হয়। এই বইটি যখন পড়বেন তখন আপনি আমার জীবনের মধ্য দিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন। এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখবেন। হয়ত আপনি ভাবতে পারেন যে ফ্রিল্যান্সিং শিখে কি হবে, সবকিছু ফালতু আর একটা বই পড়ে কি ফ্রিল্যান্সিং শেখা যায়! ধরুন আপনি এখন পড়ালেখা করছেন, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চান না, কিন্তু স্কিলস শিখতে চান, তাহলেই বইটি পড়তে পারেন । অনেকেই আমাকে প্রশ্ন করে কেন বই লিখলাম, আমি যখন ফ্রিল্যান্সিং শিখছিলাম আমি হাজার বই পড়ছি, কিন্তু আমি শেখার মতাে কিছুই শিখতে পারিনি। আমরা বইয়ের পাতায় লেখা অক্ষর গুলাে পড়ে শেষ করতে পারি কিন্তু একটা বই কিভাবে আমাদের ধারণা পাল্টে দিবে সেটা ভাবি না। আমার আশে পাশের মানুষজন আমাকে বলেছে। বই যখন লিখেছিস প্রেম-ভালােবাসা নিয়ে লিখতি, পড়ে মজা লাগতাে, বােরিং লাগত না, প্যারা খেতাম না। কিন্তু সেই মানুষরা যখন বলে আমাকে তাে শিখালি না কিছু। তখন আমার মনে হয় জীবনে কেউ আপনাকে কিছু শিখাতে পারবে না। এইটা পুরােপুরি আপনার। মানসিকতার উপরে। নিজের একটা খাতা কলম নিন এবং লিখুন কি করতে পারেন এবং কি পারেন না ৷ আমি পারি :: আমি পারি না :: আমি শিখতে চাই
Designation: CEO of Talkstory. Top Rated Freelancer at Upwork, Instructor at 10 Minute School, Instructory Bio: জয়িতা ব্যানার্জী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স পড়ছে। পাশাপাশি ৪ বছর ধরে ফ্রিল্যান্সিং করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপওয়ার্ক ও ফাইবারে। বর্তমানে ইন্সট্রাকটরির একজন মার্কেটিং প্রশিক্ষক যেখানে ৫০০০ এর বেশি শিক্ষার্থী অনলাইনে স্কিল তৈরি করছে। এ ছাড়াও জয়িতা ব্যানার্জী নামক একটি অনলাইন ইউটিউব চ্যানেলে ১৭০০০ এর মতো শিক্ষার্থী শিখছে ফ্রিল্যান্সিং তার কাছ থেকে। তার প্রথম বইয়ের নাম ‘ হাবলুদের ফ্রিল্যান্সিং’।জয়িতা বিশ্বাস করে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা সবার জীবনে এনে দিতে পারে সাফল্য।