“পাহাড় যখন ডাকে” বইটি সম্পর্কে কিছু তথ্যঃ ধ্রুবজ্যোতি ঘােষ মুকুল, পাহাড় পর্বত যাকে হাতছানি দিয়ে কাছে ডাকে। তিনি বার বার ছুটে যান দূর্গম পর্বতে দুঃসাহসিক অভিযানে। তাঁর নিঃসঙ্গ অর্থাৎ সােলাে পর্বত অভিযানের কাহিনিই এ গ্রন্থে প্রকাশ করেছেন। অন্নপূর্ণা পর্বত শিখর-১ এর বেসক্যাম্পে অভিযানের লক্ষ্যে পৌঁছানাের লােমহর্ষক কাহিনি তিনি তরুণ দুর্গম পর্বত অভিযাত্রীদের জন্য এ গ্রন্থে প্রকাশ করেছেন। তিনি একজন দেশবরেণ্য পর্বত অভিযাত্রী । বাংলাদেশের প্রথম হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিতাভিযাত্রী। তিনি ১৯৬৭ থেকে হিমলায় ভ্রমণের সূচনা করেছেন। বাংলাদেশের প্রবীণ ও পথিকৃত পর্বতাভিযাত্রী। ‘পাহাড় যখন ডাকে' নেপাল হিমালয়ে অন্নপূর্ণা ট্রেইলসে হাই অল্টিচুড ট্রেকিং এ তাঁর বিজয়গাথার কথামালায় দুঃসাহসী অভিযানের অংশবিশেষ এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। নেপাল হিমালয়ের অন্নপূর্ণা ট্রেইলস হাই অল্টিচুড; তিনি কোনাে সহযাত্রী ছাড়াই একাকী দুর্গম পাহাড় বেয়ে পর্বতের চূড়ায় আরােহণ করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরেছেন। আমরা তার পর্বত জয়ের কাহিনি জানতে পারবাে ‘পাহাড় যখন ডাকে' গ্রন্থটি পাঠ করে...