করা হতাে। কিন্তু কওমি সনদের সরকারি স্বীকতি থেকে সেটা বলার সুযােগ আর নেই। যারা এক সম নাক সিটকাতেন তারাও এখন এই শিক্ষাব্যবস্থার প্রশংসা কেউ বিদ্বেষ থেকে এখনও কওমি মাদরাসার বিরােধিতা ক সেই বিদ্বেষের কোনাে প্রতিষেধক আপাতত নেই। তবে থাকার কারণে একসময় কওমি মাদরাসা সম্পর্কে বিরূপ মন তাদের অনেকটাই বােধােদয় হয়েছে। গত কয়েক বছরে সরকার শুরু করে গুরুত্বপূর্ণ অনেকের মুখেই কওমি শিক্ষা সম্পর্কে এ মন্তব্য শােনা গেছে। কওমি শিক্ষাব্যবস্থা এখন একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে। এক ঐতিহ্য অক্ষুন্ন রাখা আরেক দিকে সময়ের সঙ্গে বদলে যাওয়া । " যাওয়া। এই শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা দুটির সমন্বয় কতটা সুচারুভাবে করতে । এর ওপর নির্ভর করছে কওমির ভবিষ্যৎ। একদিকে সম্ভাবনার হাতছানি অপরদিকে শঙ্কার নানা ডালপালা । দিনশেষে কওমি শিক্ষাব্যবস্থা তাই ঐতিহ্য ধরে রেখে সম্ভাবনার পথে এগিয়ে চলুক এটাই সবার প্রত্যাশা। দেশ, জাতি ও উম্মাহর স্বার্থে ইলহামি এই শিক্ষাধারা টিকে থাকক অনন্তকাল এটাই সবার একান্ত চাওয়া । সুপ্রভাত কওমি’ বইটিতে কওমি শিক্ষাধারার সম্ভাবনা, ইতিবাচক নানা দিক এবং সংকট ও সম্ভাবনা স্থান পেয়েছে। পাশাপাশি এই অঙ্গনে আলাে ছড়ানাে। কিছু মানুষের ওপর স্মৃতি ও মূল্যায়নধর্মী বিশ্লেষণ উঠে এসেছে। কাছ থেকে। দেখা নিজের অঙ্গনকে নিজের মতাে করে বিশ্লেষণের চেষ্টা করেছি। কোনাে ব্যাপারে কারও দ্বিমত থাকতেই পারে। সেই দ্বিমতকে শ্রদ্ধা করি। বইটি কওমি অঙ্গন সম্পর্কে সামান্য সুধারণাও দিতে পারলে নিজের শমকে সার্থক মনে করবাে। প্রকাশক শহীদুল ইসলামসহ যারাই বইটি পাঠকের হাতে তুলে। দিতে ভূমিকা রেখেছেন সবার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা ও অপার ভালােবাসা।