“ফার্স্ট বয় সেকেন্ড বয়” বইটি সম্পর্কে কিছু তথ্যঃ বইটিতে অনেক শিক্ষনীয় কিছু বিষয় আছে যেমন সব সময় দুষ্টামী নিয়ে থাকলে ভালো চিন্তা তার মাথায় খুব কমই আসে। আর ভালো চিন্তা থাকলে তার মাথায় খারাপ চিন্তা কমই আসবে। বইটি পড়লে উদ্যেগী হওয়ার প্রাথমীক শিক্ষা পাওয়া যাবে । কি ভাবে ভালো কোন উদ্যোগ নিয়ে তা সফল করা যায় যেমন দরিদ্র অসহায়দের সাহায্য করার জন্য কোন সংঘ তৈরি করা সে সর্ম্পকে জানা যাবে আরো যানা যাবে যে কি ভাবে একজন ভালো বন্ধু পাওয়া যায়। গল্পের দুটি চরিত্র ফাহিম ও সুজন খুব ভালো বন্ধু ছিলো। সুজন ও ফাহিম দুই বন্ধুই শুধু নয়, ওরা একই ক্লাসে পড়ে আর পাশাপাশি বসে। ফাহিম ফার্স্ট বয় আর সুজন সেকেন্ড বয়। দুজনই ভালাে ছাত্র আর একই উচ্চতা। এ ছাড়া আর কোনাে মিল নেই দুজনের মাঝে। ফাহিম সে ধীরস্থির, শান্ত প্রকৃতির। অন্যদিকে সুজন দুরন্ত। স্কুল থেকে ফিরে দুষ্টু ছেলেদের নিয়ে মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়। এর-ওর সঙ্গে ঝগড়া বাধায়। বাবার শাসন আর মায়ের অনুরােধকে পরােয়া করে না। সুজনের একমাত্র ভালাে দিক সে ভালাে ছাত্র। স্কুলে ফাহিম অন্যতম বন্ধু হওয়া সত্ত্বেও কোনাে একটি ঘটনা নিয়ে ফাহিমের সঙ্গে সুজনের ভুল বােঝাবুঝির সৃষ্টি হয়। তখন সুজন প্রতিজ্ঞা করে সে ফাহিমের পায়রা ছেড়ে দিয়ে ফাহিমকে শায়েস্তা করবে। কিন্তু পায়রা ছেড়ে দিতে গিয়ে সুজন যখন ব্যথা পায় তখন তার সব সঙ্গী ওকে একাকী রেখে পালিয়ে যায়। আর ফাহিমই ওকে উদ্ধার করে বাড়িতে পৌছে দিয়ে আসে। এমন সব শিক্ষামূলক ঘটনার মধ্য দিয়ে সুজন নিজের ভুল বুঝতে পারে। সে ভালাে এবং মন্দ বন্ধুদের চিনতে পারে। আর মনেপ্রাণে ভালাে ছেলে হওয়ার প্রতিজ্ঞা করে।
Enayet Rasul স্বনামখ্যাত শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী ও বেগম মেহের উন নিসা’র দ্বিতীয় পুত্র। ১৯৫৩ সালের ১২ জুন বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ওপর। ১৯৬৫ সালে একটি ছড়া লেখার মাধ্যমে লেখালেখির জগতে বিচরণ শুরু হয়। প্রথম ছড়াটি ছাপা হয় ‘জুনিয়র রেডক্রস’ পত্রিকায়। সব বয়সী পাঠকদের জন্যে লেখেন এনায়েত রসুল। তবে মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য সষ্টিতে তাঁর দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। এনায়েত রসুলের পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে এক আকাশ মেঘ একপশলা বৃষ্টি, ‘পোড়োবাড়ি রহস্য', ডক্টর নিপুর এক্সপেরিমেন্ট', ‘নিঝুমগড় ভয়ঙ্কর’, ‘ভয়ঙ্করের হাতছানি’ বাতিঘরের বুড়ো’, ‘অন্যরকম বুবাই’, ‘ব্ল্যাকহোল’ ‘ভাষার কথা লেখার কথা’, ‘মেঘপাখি’ ‘মিশন উইথ মাউন্টব্যাটেন, ‘বাঙালির জাতিসত্তা ও বাংলাদেশি জাতীয়তাবাদ, ‘বিজয়ের ছবি', 'মুক্তিযোদ্ধার মেয়ে’ ‘ভূতসমগ্র', ‘কিশোর গল্পসমগ্র ‘চিচি’, ‘খেয়ালি রাজার দেশে, ‘অপি ও চেঙা বেঙা’ ‘পিকু ও ছেলেধরা', ফুলবালিকা', এক মায়ের গল্প' ইত্যাদি। ‘এক মায়ের গল্প’টির জন্য তিনি ১৯০৮ সালে মীনা মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করেন । বর্তমানে এনায়েত রসুল জাতীয় দৈনিক আমার দেশ’-এ সহ-সম্পাদক পদে কর্মরত। সেইসঙ্গে ছোটদের পাতা ‘এক্কাদোক্কা' পরিচালনার দায়িত্ব পালন করছেন।