"২৮ লাখ তরুণের কাছে খোলা চিঠি" বইয়ের সংক্ষিপ্ত কথা: আমরা তরুণরা চাকরি ছাড়া কিছুই বুঝি না। চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু চাকরি মিলছে না। কারণ চাকরি নেই! চাকরিটা দিবে কে? কেউ তো চাকরি তৈরি করছে না, সবাই চাকরি খুঁজছে।
আর আমরা তরুণরা উদ্যোক্তা হওয়ার মতো সম্ভাবনাময় একটি বিষয়কে পুরোপুরি ভুলে চাকরি খুঁজছি আর একবার চাকরি পেলে সেটা যাই হোক তা দিয়েই জীবন পার করে দিচ্ছি। আচ্ছা , আপনি কি জানেন উদ্যোক্তা হওয়াটা কতটা সম্ভাবনার! যে আপনি আজকে চাকরি খুঁজছেন এমনও তো হতে পারে, সে আপনি একদিন হাজার হাজার মানুষকে চাকরি দিবেন। এই বই আপনাকে জানাবে উদ্যোক্তা জিনিসটা কী এবং কতটুকু সম্ভাবনাময়। চাকরিজীবী বা বিসিএস ক্যাডার হওয়ার পরামর্শ দেওয়ার অসংখ্য মানুষ আমাদের চারপাশে আছে কিন্তু উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেওয়ার মানুষ কি আমাদের চারপাশে আছে? নেই। এই বই আপনাকে পরামর্শ দিবে। পরামর্শ সিদ্ধান্তে পরিণত করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি পরামর্শ টা শুনতে পারেন৷ তারপর আপনার ইচ্ছা! এই বইটা বাংলাদেশের সকল তরুণের জন্য লেখা। বইয়ের নাম ২৮ লাখ তরুণ দেওয়া হয়েছে কারণ বর্তমান বেকারদের সংখ্যা ২৮ লাখ। কিন্তু বইটা সবার জন্য।
চাকরি করবো না ব্যবসা করবো- এ সংশয়ে না থেকে চাকরির পাশাপাশি আপনি কিছু একটা স্টার্টআপ করতে পারেন। একজন উদ্যোক্তার জন্য এ টু জেড বিস্তারিত আলোচনা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, সমস্যা ও সম্ভাবনার সাতকাহন '' আটাশ লাখ তরুণের কাছে খোলা চিঠি"। বইটি তরুণীদের জন্যও। বাংলাদেশের সেরা দশ জন তরুণ উদ্যোক্তার গল্প, দশ জন ব্যবসায়ীর গল্প এবং দশ জন বিশ্ব উদ্যোক্তার গল্প আছে বইটিতে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে ও আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আপনার বয়স যদি ১৮-৪৫ হয়, আপনি বইটি একবার পড়তে পারেন, আমাদের বিশ্বাস- আপনি হতাশ হবেন না। ব্যবসা শুরু করার আগে বা মাঝামাঝিতে এই বইটি হতে পারে আপনার জন্য একজন ভালো পরামর্শক।
"জোনাইদ আল হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মার্কেটিং এ ২০২০ সালে স্নাতক করেছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার ফলে লেখক জীবনের নানান সংকট ও সমস্যা খুব ছোটবেলা থেকে প্রত্যক্ষ করেছেন। প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করতে হয়েছে বলে পড়াশোনাতেও অনেক সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বাদ গ্রহণ করতে হয়েছে। লেখক মনে করেন বাংলাদেশে তাঁর মতো হাজার হাজার শিক্ষার্থী আছে যারা একটু সাহস, আর সংগ্রাম করে উপরে উঠার পরামর্শ চায়। মূলত এই শ্রেণির পাঠকের জন্য লেখক কলম ধরেছেন। ইতোমধ্যে লেখকের প্রকাশিত ৫ টি আত্ম-উন্নয়নমূলক বই পাঠক মহলে সাড়া ফেলেছে। লেখকের নন-ফিকশন বইগুলো স্কুল, কলেজ এবং নবীন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জীবন বদলে দিবে বলে লেখক দৃঢ় বিশ্বাস করেন যা অবশ্য ইতোমধ্যে পাঠকদের বিভিন্ন মন্তব্য ও বই রিভিউ এ স্পষ্ট। তিনি মনে করেন চাকরি করে দেশের জন্য যতটুকু অবদান রাখা যায়, তার চাইতেও বেশি রাখা যায় চাকরি তৈরি করে । তাই তার জীবনের লক্ষ্যই হচ্ছে একজন সফল উদ্যোক্তা হয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনীতিতে অবদান রাখা। ছাত্রজীবনের বিভিন্ন সময়ে তিনি ৪/৫ টি সেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছেন। অংশগ্রহণ করেছেন অসংখ্য ওয়ার্কশপে । বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লেখকের নেশা ছিলো। অনেক ব্যর্থতা থাকা সত্ত্বেও দুইটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, তিনটিতে প্রথম রানার আপ এবং একটিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন। লেখক মনে করেন, তরুণরাই পারে দেশটাকে বদলে দিতে । এজন্য তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। তাই তিনি তার অর্জিত বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে আছে।"