b"দ্য ক্লাব দ্যুমা" বইয়ের পিছনের কভারের লেখা:br/b ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল স্পেনের এক বিখ্যাত বই সংগ্রাহককে। যার মৃতদেহের পাশেই খােলা পড়েছিল আলেকজান্ডার দ্যুমা'র কালজয়ী উপন্যাস “দ্য থ্রি মাস্কেটিয়ার্স”। লাশটি কি আত্মহত্যার ফসল, নাকি কোনাে রহস্যজনক খুন? কোরসাে'র কাজ হলাে প্রাচীন ও দুষ্প্রাপ্য বই খুজে বের করে তা কমিশনের বিনিময়ে। সৌখিন ধনীদের কাছে বিক্রি করা। ভাগ্যক্রমে তার হাতে আসে দ্যুমার নিজ হাতে লেখা “দ্য থ্রি মাস্কেটিয়ার্স”র পাণ্ডুলিপির একটা অংশ। দায়িত্ব পড়ে এই অদ্ভুত পাণ্ডুলিপিটির ব্যাপারে সত্যতা যাচাই করা। একই সাথে সত্যতা যাচাই করতে হবে মধ্যযুগীয় এমন এক বইয়ের যা দ্বারা শয়তান লুসিফারকে সরাসরি আহ্বান করা যায়। শয়তানী বই ও পাণ্ডুলিপি, অদ্ভুত দুটি জিনিসের সত্যতা ও রহস্য যাচাইয়ে সে পাড়ি জমায় একে একে ফ্রান্স ও পর্তুগালে, যেখানে মুখােমুখি হয় “দ্য থ্রি মাস্কেটিয়ার্স”-এর। অদ্ভুত সব চরিত্র, দুষ্প্রাপ্য বই সংগ্রাহক, শয়তান পূজারী ও গুপ্তসংঘের। । এদিকে, ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের সিন্ত্রায় ঘুরে বেড়াচ্ছে রহস্যময় এক সিরিয়াল কিলার। বেছে বেছে খুন করছে প্রাচীন ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহকদের। কে সে? কী-ই বা তার উদ্দেশ্য? কী সম্পর্ক অদ্ভুত দ্যুমার পাণ্ডুলিপি ও রহস্যময় শয়তানী বইয়ের মাঝে? কেন খুন হচ্ছে। বই সংগ্রহকারীরা? নিছকই কোনাে কাকতাল নাকি এর মাঝে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র, যা নাড়িয়ে দিতে পারে প্রাচীনকাল ধরে চলে আসা ধর্মগুলাের ইতিহাস? কে-ই বা কলকাঠি নাড়ছে এসব কাকতাল বা ষড়যন্ত্রের? এসব প্রশ্নেরই উত্তর লুকিয়ে রয়েছে আর্তুরাে পেরেজ-রিভার্তে রচিত স্প্যানিশ সাহিত্যের কালজয়ী কন্সপিরেসি থ্রিলার “দ্য ক্লাব দ্যুমার ভেতর। প্রাচীন ধর্মবিশ্বাস, শয়তানতত্ত্ব ও ক্লাসিক সব উপন্যাসের পিছনে থাকা শিহরণ জাগানিয়া গভীর ষড়যন্ত্রের ইতিহাসে ডুব দিতে আপনি প্রস্তুত তাে?