পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর রহমতে ‘শারীরবৃত্তীয় মনােবিজ্ঞান বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। শিক্ষার মানােন্নয়ন ও যুগােপযােগী করার জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে সিলেবাস পুনর্গঠন ও নতুন নতুন বিষয়ের সংযােজন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যথাযথ তথ্য-উপাত্তসমৃদ্ধ বই খুবই কম। তাছাড়া বিশ্ববিদ্যালয়সমূহ কর্তৃক প্রদত্ত সিলেবাসের সুপারিশকৃত বইগুলাের অধিকাংশই ইংরেজি ভাষায় প্রণীত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে বেছে। নেয়। এমতাবস্থায় শিক্ষার্থীদের পক্ষে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি ও ভাষাগত জটিলতায় সঠিক জ্ঞানার্জন সম্ভব হয় না। এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলায় ‘শারীরবৃত্তীয় মনােবিজ্ঞান বইটি রচনা করা হয়েছে। বইটি লেখার সময় দেশি ও বিদেশি বিভিন্ন বইয়ের তথ্য-উপাত্তের সহায়তা নেয়া হয়েছে। ঐ সকল বইয়ের রচয়িতা ও গবেষকদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। কিছু বিষয়ের যথাযথ সঠিক তথ্য প্রদানের জন্য উইকিপিডিয়াসহ বেশ কিছু অনলাইন ভিত্তিক তথ্য উৎসের সাহায্য নেয়া হয়। শারীরবিজ্ঞান ও মনােবিজ্ঞানের সামগ্রিক ধারণীর উপর ভিত্তি করে সর্বশেষ তথ্য-উপাত্ত সংযােজন করে বইটি লেখার চেষ্টা করা হয়েছে। সময়ের স্বল্পতা এবং ছাত্র-ছাত্রীদের দ্রুত প্রয়ােজনীয়তার কথা চিন্তা করে শুধু সিলেবাসভুক্ত অধ্যায়সমূহের সহজ-সরল ভাষায় প্রয়ােজনীয় ক্ষেত্রে চিত্র, ব্যাখ্যা এবং উদাহরণের মাধ্যমে আলােচনার চেষ্টা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই অনুধাবন করতে পারে। পরবর্তী সংস্করণে বইটিকে কলেবরবৃদ্ধিসহ সমৃদ্ধ করার চেষ্টা করা হবে ইনশা-আল্লাহ। অনার্স শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রয়ােজনীয়তার কথা বিবেচনা করে সীমিত সংখ্যক বই প্রকাশ করা হয়েছে। স্বল্প সময়ে বইটি প্রকাশ করার কারণে এতে যে কোনাে ধরনের ভুল-ত্রুটি থাকা স্বাভাবিক। আশা করি মনােবিজ্ঞানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এসব ত্রুটি ধরিয়ে দিয়ে বইটির মানােন্নয়নে গঠনমূলক পরামর্শ প্রদান করলে তা সানন্দ-চিত্তে গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে ভুল-ত্রুটি সংশােধনে সযত্ন প্রয়াস অব্যাহত থাকবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম কলেজের মনােবিজ্ঞান বিভাগের সহকর্মীদের প্রতি, বিশেষ করে বিভাগীয় প্রধান প্রফেসর মাে. নাজির আহমদ স্যারের প্রতি; যার পরামর্শ, উৎসাহ ও অনুপ্রেরণা এ কাজটি করার সাহস যুগিয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রত্যয় পাবলিকেশন্সের প্রকাশক সাখাওয়াত হােসাইনকে, যার নিরলস প্রচেষ্টায় অল্প সময়ে বইটি প্রকাশ পেল। পরিশেষে, যাদের জন্য বইটি লেখা সেই শিক্ষার্থীদের যথার্থ উপকারে আসলে আমার এ ক্ষুদ্র প্রয়াস সার্থক মনে করব।