"উসমানী খিলাফতের ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ পৃথিবীর ইতিহাস বলয়ে জাতি-সভ্যতার উত্থান-পতনের এক প্রবাহধারা বহমান। মুসলিম জাতি সত্তার অবক্ষয়িত বর্তমান দুর্যোগ যখন চারিদিকে ব্যাপ্ত, তখন পাঠকের সঙ্গ-স্মরণে ঐতিহ্যের নিকেতনে পদার্পণের জন্য আমাদের এই তােহফা 'উসমানী খিলাফতের ইতিহাস'। তিন মহাদেশ ব্যাপী বিস্তৃত মুসলিম জাতি সত্তার ছয়শত বছরের প্রতাপ-দুর্বার উসমানী সালতানাত কীভাবে সাম্রাজ্যবাদী শক্তি আর গাদ্দার-স্বার্থান্বেষী গােষ্ঠির নানা কার্যসূত্রে বিভক্ত-নিঃস্ব হয়ে যায়, সেই রাজনীতিক ইতিহাস এই গ্রন্থে বর্ণিত হয়েছে। এই বইয়ে উসমানী খিলাফতের রাজনীতিক ইতিহাসের দৃশ্যপট ক্রনলজিক আকারে আলােচনা করা হয়েছে। উসমানী খিলাফতের বিশাল গগনচুম্বী সফলতার মূল কারণ ছিল মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম। তাঁরা এই ইসলামকে আঁকড়ে ধরে এর বিধানকে বাস্তবায়নের জন্য নিরন্তর চেষ্টা করার ফলেই এই বিশাল সফলতা লাভ করতে পেরেছিল। আর তাদের পতনের কারণও ছিল এই ইসলাম। ধীরে ধীরে যখন তারা দ্বীনের মহান শিক্ষাকে ত্যাগ করতে শুরু করে, তখনই মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের থেকে এই নিয়ামতকে কেড়ে নেন। বিভিন্ন জাতি গােষ্ঠি, সমাজ-সভ্যতা, নবী-রাসুল এবং তাদের উম্মাহর ভালাে-মন্দ, ধ্বংস ও সাফল্যের জ্ঞান কুরআনের বিস্তৃত অংশ জুড়ে রয়েছে। ইসলাম ও মুসলিম জাতি সত্তার গৌরবময় সােনালী ইতিহাসে প্রত্যাবর্তনে কালের প্রবাহ ধারায় বিপর্যস্ত দশায় পতিত জাতির উত্তরণে প্রয়ােজন কুরআন সুন্নাহর জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব। হাদীসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ তায়ালা প্রতি শত বছরের মধ্যে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন; অতএব বলা চলে মহান সংস্কারকের আগমনবার্তা নিকটবর্তী। উসমানী খেলাফতের পতন আর যায়নিস্ট-সাম্রাজ্যবাদীদের তল্পিবাহক পুতুল স্বৈরশাসকদের ইসলামী শরীয়াহীন ধর্মনিরপেক্ষবাদী শােষণ-নিষ্পেষণের সমাপ্তিও অতি সন্নিকটে। উসমানী খিলাফতের পতনের শত বছরে আমরা যত নিকটবর্তী হচ্ছি, ততই আশার আলাে দেখতে পাচ্ছি।