এক হাই-স্কুল ছাত্রের চমকপ্রদ সমকালীন কাহিনী… ইসলামী বিশ্বাসের প্রতি অত্যধিক আগ্রহ এবং আধুনিক জীবনের প্রতি অভক্তির কারণে সে মুসলিম ও খ্রিস্টানদের তথা পূর্ব ও পশ্চিমের মধ্যকার বৃহত্তর সংঘাতে দাবার খুঁটিতে পরিণত হয়। আমেরিকান সভ্যতার যে সমালােচনা করে থাকেন আপডাইক, তারও জোরাল কণ্ঠস্বর হয়ে ওঠে সে। —টাইম । জন আপডাইকের প্রতিভাদীপ্ত এ উপন্যাসটি তার বৈশিষ্ট্যমণ্ডিত সাহিত্যিক-জীবনে রচিত উপন্যাসগুলাের মধ্যে সবচেয়ে তর্কোদ্দীপক। টেরােরিস্ট হচ্ছে আহমদ আশমাবী মালয়ের কাহিনী, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই তরুণ বৈরগ্রস্ত পরিস্থিতিতে বেড়ে ওঠে নিউ জার্সির এক কারখানা-শহরে, জড়বাদী আর ভােগবাদী জীবন থেকে সে মুখ ফিরিয়ে নেয় প্রচণ্ড ঘৃণায়। স্থানীয় মসজিদের ইমামের কাছে শেখা পবিত্র কুরআনের বাণী তাকে আল্লাহর প্রতি নিবেদিতপ্রাণ করে তােলে। কিন্তু, তার স্কুলের জাগতিক-অবসাদগ্রস্ত পথনির্দেশ পরামর্শক বা বিপথগামী সহপাঠী জোরিলিন কেউই তাকে তার পথ থেকে সরাতে পারে না, এবং তার চারপাশে গাথা হয় কপটী চক্রান্তের জাল। ' শিহরণ জাগান এই গল্প, ১১ সেপ্টেম্বর থেকে আবির্ভূত সবচেয়ে অপরিহার্য ও অত্যাবশ্যকীয় এক উপন্যাস। —পিপল (ক্রিটিকস চয়েস)। ‘অপূর্বসুন্দর...অতি সূক্ষ্ম পার্থক্যমণ্ডিত উপন্যাস, শিহরণ জাগাবে, স্পর্শ করে যাবে পাঠককে। —দি শার্লোট অবজার্ভার কয়েক বছরের মধ্যে আপডাইকের সেরা উপন্যাস...সমকালীন আমেরিকান অবস্থার ওপর তার নজর, এবং কিছুই তার নজর এড়ায় না। —প্রভিডেন্স জার্নাল।