"নওয়াব সলিমুল্লাহ: সমাজ ও রাজনীতি" ফ্ল্যাপে লেখা কথা: উনিশ শতক থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত ঢাকার নওয়াব পরিবারের কৃতীমান ব্যক্তিত্বগণ এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। ঢাকায় যা কিছু উন্নয়ন-উৎকর্ষ সব কিছুই এই পরিবারকে কেন্দ্র করে হয়েছিল। সে সময় ঢাকায় বসবাসকারী সকল নাগরিক নওয়াবদের অবদানের সুফল প্রত্যক্ষভাবে ভােগ করতেন। এমনকি ব্রিটিশ প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গও ঢাকায় আগমনকালে নওয়াবদের আতিথ্য গ্রহণ করতেন। এক্ষেত্রে বিশ শতকের সূচনায় নওয়াব সলিমুল্লাহর সক্রিয় রাজনীতিতে অংশ গ্রহণের ফলে ইংরেজ-মুসলিম সম্পর্ক আরাে সুদৃঢ় হয়ে ওঠে। সরকারের দৃষ্টিতে ঢাকার নওয়াব সলিমুল্লাহ ছিলেন মুসলিম সমাজের দিক থেকে তাদের সর্বাধিক নির্ভরযােগ্য পরামর্শদাতা। নওয়াব সলিমুল্লাহ ছিলেন ঢাকার নওয়াব পরিবারের সবচেয়ে কৃতি সন্তান। বাংলার মুসলিম সমাজ নবজাগরণের সূচনার প্রেক্ষিতে বিশ শতকের শুরুতে নওয়াব সলিমুল্লাহ বাংলার প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। সমকালীন বাংলার সমাজ ও রাজনীতির অগ্রগতির আলােকে নওয়াব সলিমুল্লাহর নানা চিন্তা, কর্ম, অবদান গভীরভাবে বিচার-বিশ্লেষণের দাবি রাখে। বাংলার পশ্চাৎপদ মুসলমানদের শিক্ষা, সংস্কৃতির ও রাজনৈতিক অগ্রগতি সাধনের স্বার্থে তাঁর অগ্রণী ভূমিকা অস্বীকার করার উপায় নেই। এই গ্রন্থটি ছয়টি অধ্যায়ে বিন্যাস্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে নওয়াব সলিমুল্লাহর বংশ পরিচয়সহ বাংলার সমাজ, সংস্কৃতি ও রাজনীতিতে ঢাকার নওয়াব পরিবারের ভূমিকা। দ্বিতীয় অধ্যায়ে বঙ্গবিভাগ, বাংলার রাজনীতি ও নওয়াব সলিমুল্লাহর তৎপরতা। তৃতীয় অধ্যায়ে নতুন প্রদেশে মুসলিম রাজনীতির বিকাশ। চতুর্থ অধ্যায়ে নওয়াব সলিমুল্লাহর সামাজিক ও সাংস্কৃতিক কার্যাবলী। পঞ্চম অধ্যায়ে বঙ্গবিভাগ রদ ও নওয়াব সলিমুল্লাহর প্রতিক্রিয়া এবং উপসংহার। বঙ্গবিভাগের প্রাককালীন সলিমুল্লাহর রাজনীতির সূচনা হয় এবং বঙ্গবিভাগ রদের পর পরই তার সক্রিয় রাজনীতির যবনিকাপাত ঘটে। তবে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্তই সমগ্র বাংলার উপর সার্বিক নেতৃত্ব, জাতির বিভিন্ন পদক্ষেপে তার পৃষ্ঠপােষকতা, সকল ক্ষেত্রে তিনি দিশারীর ভূমিকা পালন করেন।
এস এম মােস্তাফিজুর রহমান ১৮ ডিসেম্বর ১৯৭১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। মা সখিনা বেগম এবং বাবা মাে. ইমান আলী সরদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে কৃতিত্বের সাথে বি এ। (অর্নাস) ও এম এ ডিগ্রি লাভ করেন। “নওয়াব। সলিমুল্লাহ এবং সমসাময়িক বাংলার সমাজ ও রাজনীতি (১৮৭১-১৯১৫)” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ ডি ডিগ্রি অর্জন করেন। তার লিখিত গবেষণামূলক প্রবন্ধ দেশি-বিদেশী স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। এ যাবৎ প্রকাশিত ও লিখিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা বত্রিশটি। আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে প্রবন্ধ উপস্থাপক হিসেবে মালয়েশিয়া ও ভারত সফর করেন। তিনি এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ, ভারতের ইনস্টিটিউট অব হিস্টরিকাল স্টাডিজ, করপাস রিসার্চ ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ইতিহাস একাডেমি ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসােশিয়েশন-এর জীবন সদস্যসহ একাধিক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। কর্মজীবনে খণ্ডকালীন শিক্ষক, ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগ, এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এবং সাভার মডেল কলেজ-এ ২০০১ সাল হতে অধ্যাপনা করছেন। নওয়াব সলিমুল্লাহ সমাজ ও রাজনীতি গ্রন্থটি তার পি-এইচডি অভিসন্দর্ভ-এর পরিমার্জিত রূপ।