ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ, তার সমাজ, সভ্যতা ও জীবনধারা। ইতিহাস কেবলমাত্র কিছু ঘটনার সমষ্টি নয়। ‘বাংলাদেশের ইতিহাস’ রচনার ক্ষেত্রে আদিযুগ থেকে বাঙালি সভ্যতার অগ্রগতি, তার সমাজ সংগঠন, রাজনৈতিক সংগঠনের পরিচয় ও দেশের ইতিহাসের বিষয়বস্তু। যে সুদূর অতীতকাল থেকে মানব-সমাজ, সভ্যতা সংস্কৃতির ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে, মানুষ তা অপেক্ষা প্রাচীনতর। সভ্যতার পথে যুগের পর যুগ শতাব্দী পর শতাব্দী ধরে মানব সমাজ কীভাবে অগ্রসর হচ্ছে তা-ই হলো ইতিহাসের বিষয়বস্তু। প্রাচীনকালের বর্ণনাই ইতিহাস নয়। কিংবা শুধুমাত্র ঘটনার ধারাবাহিক বিবরণই ইতিহাসের একমাত্র বিষয়নস্তু নয়। যুগ-যুগান্তর থেকে মানুষ বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে কীভাবে আধুনিক সভ্যতায় এসে পৌঁছেছে তার বিবরণও ইতিহাসের বিষয়বস্তু। বিভিন্ন মানবগোষ্ঠীর কার্যকলাপ, এদের পারস্পরিক সংঘাত ও সহযোগিতা এবং যুগ-যুগান্তরে এদের রাষ্টীয়, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের বিবরণই হলো ইতিহাসের মূলকথা। ‘বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থে আদিযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের ইতিহাস বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বইটি ইতিহাস পাঠে আগ্রহী এবং ¯œাতক সম্মান শ্রেণির ইতিহাস বিষয়ের ছাত্র-ছাত্রীদের অনেক উপকারে আসবেÑ এ কথা নিঃসন্দেহে বলা যায়।
Title
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ-মধ্য যুগ-আধুনিক যুগ)