তিন বছর ধরে ছোটখাট একটা চাকুরি খুঁজছি। এমন কোন দিন নেই, যেদিন আমি চাকুরির জন্য ছুটোছুটি না করি। আজ এমন একটা অফিসের ওয়েটিং রুমে বসে আছি- যেখানে চাকুরির পদসংখ্যা বারটি আর আবেদন পত্র জমা পড়েছে চারশ সাতাত্তরটি। পূর্ব অভিজ্ঞতা থেকে ধরেই নিয়েছি আমার চাকুরি হবে না। তবুও আল্লাহ্ মহান অদৃশ্য শক্তির প্রতি দুর্বলতার কারণে ধৈর্য্য ধরে বসে আছি। দেখি, অদৃশ্য শক্তি আমার ব্যক্তিগত জীবনের পঁচিশ বছরের আশাহত মনের সমস্ত দুঃখ-কষ্টের মাঝে একটা বনফুল ফোটান কিনা। জীবনে সুখ নামক অদৃশ্য পাখিকে আপন করতে গিয়ে এমন সব বেদনার সম্মুখিন হয়েছি, যে বেদনা সুখ নামক আকাংখিত পাখীকে ক্রমাগত চাপা দিতে দিতে ছাপান্ন হাজার বর্গমাইল মাটির নিচে পুতে রেখেছে। সুখ কি জিনিস- আমি জানি না। তবে জানতে চাই। আমি জানি, আমার হৃদয় খনিতে সুখ আছে- সুখ আছে ছাপান্ন হাজার বর্গমাইল মাটির গভীরে- যা আবিষ্কার করার জন্য অথবা খুঁজে বের করার জন্য, যেসব বিজ্ঞানীদের প্রয়োজন, যেসব সুস্থ্য মস্তিষ্কের মানুষ প্রয়োজন- তারা নেই; আছে অসুস্থ্য মস্তিস্কের মানুষ- যারা নিজেদেরকে কেউ আল্লাহ্ প্রিয় বান্দা, কেউ বুদ্ধিজীবী, কেউ দেশসেবক হিসাবে মনে করে।