সম্প্রতি আমাদের দেশে কিছু ভাইকে দেখা যাচ্ছে একদিকে তারা সারা বিশ্বে একই দিনে রোজা শুরু এবং একই দিনে ঈদ ও কুরবানীর বিষয়ের সোচ্চার। তারা এটিকে শরীয়তের ফরজ মনে করেন এবং সাধারণ মানুষকে একতার আহ্বান করেন ও নিজেদেরকে গ্লোবাল মুসলিম দাবি করছেন। অন্যদিকে তারাই নিজেদেরকে নিজেদের রোজা ও ঈদ স্বদেশবাসীর থেকে বিচ্ছিন্ন হয়ে পালন করছেন। যেন তারা কল্পিত ঐক্যের নামে বাস্তব অনৈক্য ও বিশৃঙ্খলা করছেন। এতে করে সাধারণ মুসলমান বিভ্রান্ত হচ্ছে এবং তাদের ঈমান আমল ক্ষতির সম্মুখীন হচ্ছে। বইটি কুরআন হাদিসের পাশাপাশি বিজ্ঞান, যুক্তি ও জ্যোতির্শাস্ত্রের আলোকে সমন্বয় করা হয়েছে। এছাড়াও কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে মাসিক আল কাউসার থেকে। যেখানে ১৭ টি ধারাবাহিক সংখ্যায় প্রকাশিত হয়েছে "মুসলমানদের মাঝে ঈমান ও ইসলামী ভ্রাতৃত্বের ঐক্য সৃষ্টি করুন একই দিনে ঈদের বিষয় দায়িত্বশীলদের ওপর ছাড়ুন" শিরোনামে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সাহাবা ও তাবিয়ি যুগের রোজা ও ঈদের বিবরণ। চার মাযহাবের মুজতাহিদ ইমাম ও ফকিহ গণের সিদ্ধান্ত। সালাফ আলেম গনের সিদ্ধান্ত। সৌদি আরব সহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশের ফতুয়া বিভাগের চুড়ান্ত সিদ্ধান্ত।
Title
বিজ্ঞান ও শরীয়তের দৃষ্টিতে সারাবিশ্বে একই দিনে রোযা ও ঈদ