"আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ও বিশ্লেষণ" বইটির সম্পর্কে কিছু কথা: মহাবিশ্বের জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠতম রহমত হচ্ছে তাঁর পবিত্র কালাম আল কুরআন। এ গ্রন্থখানা নাযিল না হলে সৃষ্টি জগতের জ্ঞান বিশেষ করে মানবজাতির ন্যায়-অন্যায়ের সুস্পষ্ট সীমারেখা, সত্য-মিথ্যার পৃথিকীকরণের মানদণ্ড, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক এবং ইহকালীন ও পরকালীন কল্যাণের সামগ্রিক জীবন ব্যবস্থা লাভ করা সম্ভব হতাে না। আল্লাহ তাঁর অশেষ করুণা ও মেহেরবানীতে বিশ্বজগতের কল্যাণের জন্য এবং মানব জীবন-দর্শন হিসেবে কুরআন নাযিল করেছেন। কুরআনের প্রতিটি বক্তব্য যেমন চিরন্তন ও শাশ্বত, তেমনি এর সূরা ও আয়াতসমূহের ক্রমবিন্যাস মহান আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল (আঃ)-এর তত্ত্বাবধানে বিন্যস্ত। কুরআনের এটি অন্যতম মু'জিযা যে আজ থেকে চৌদ্দশত বছর পূর্বে নবীকুল শিরমনি হযরত মুহাম্মদ (সাঃ) যেভাবে, তারতীব ও ক্রমবিন্যাসের ওপর তার উম্মতের মাঝে রেখে গিয়েছেন আজো সে বিন্যাসের ওপর তা বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত তা এভাবে থাকবে। “পবিত্র কুরআনের প্রতিটি শব্দ, এমনকি অক্ষরগুলাে পর্যন্ত যেমন সংরক্ষিত তেমনি এর আয়াতমালার ক্রমবিন্যাস, সূরার তারতীব সবই সংরক্ষিত। এখানে কোন আয়াত কিংবা সূরা অগ্রপশ্চাদ করার সুযােগ নেই। পবিত্র কুরআন নিজস্ব ধারায় গ্রন্থিত আছে। গ্রন্থিত এ ধারা ও স্বরূপ বস্তুত লাওহে মাহফুজে। রক্ষিত কুরআনের মূল কপিরই প্রতিবিম্ব।”* কুরআন আল্লাহর কালাম কাজেই মানুষের রচনারীতি থেকেও এর প্রকাশরীতি এবং বিষয় বিন্যাস সম্পূর্ণ আলাদা। একজন সাধারণ পাঠকের পক্ষে তার কাঙ্খিত বিষয়বস্তুকে বের করা সহজ সাধ্য নয়। কারণ পৃথিবীর যেমন মূল্যবান জিনিষগুলাে একখানে সন্নিবেশিত নয় নানাখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তেমনি কুরআনের একটি বিষয়ের সংশ্লিষ্ট আলােচনা একস্থানে না থেকে নানা স্থানে এবং কোন কোন সময় বিভিন্ন বিষয় একস্থানে বর্ণিত রয়েছে। কুরআন এমন একটি কিতাব যার বর্ণনায় মহান আল্লাহ বিস্তারিত অথবা সংক্ষিপ্ত কোন কিছুই বাদ দেননি। তবে তা মানুষের রচিত গ্রন্থের মত নয়। আমাদের সাধারণ জীবন যাত্রায় আমরা অনেক সময় নির্দিষ্ট কোন বিষয় সম্পর্কিত কুরআনের আলােচনা বা আয়াতগুলাে ক্রমানুষারে এক স্থানে পেতে চাই। এ কাজটি আলিম ও হাফিজগণের পক্ষে কঠিন না হলেও সাধারণ পাঠকের জন্য তা নিঃসন্দেহে দুরুহ ব্যাপার। পাঠকবৃন্দের উপরােক্ত প্রয়ােজন পূরণের উদ্দেশেই আমার “আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ও বিশ্লেষণ” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমার মনে হয় এ গ্রন্থ মুসলিম সমাজের দৈনন্দিন জীবনে তাদের জিজ্ঞাসার যথাযথ জবাব পেতে কিছুটা হলেও উপকারে আসবে।