As a student of Bangla literature, Maruful Islam developed both a critic's and an enthusiast's understanding of the diversity of themes, genres and techniques of the thousand year old tradition of Bangla poetry. When he began to write poems his themes thus offered themselves-love and romance, magic and mystery, nature and the city, separation and alienation. His early poems were self-consciously poetic, employing rich imagery, symbols and tropes and explored a wide range of moods and feelings. His more recent poems however, show a sharper focus on the psychological complexities that result from a loss of innocence as individuals struggle to cope with alienation and dehumanization triggered by physical and emotional displacement. What distinguishes Maruful's poems is their precision of expression, their metaphoric structure, their perceptive treatment of moods, and their mastery of technique. He explores both myth and history for their nostalgic and evocative power, the baul tradition exemplified by Lalon Shai (the Sainji of some of the poems) for its philosophy and sublimity and our contemporary realty for its mix of both disturbing and epiphanic images.
মারুফুল ইসলামের জন্ম ১৯৬৩-র ২৯শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা রফিকুল ইসলাম, মা আনোয়ারা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার। পিএইচডি অর্থনীতিতে। শিক্ষাজীবনে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার ১৯৮৬। কিছুকাল শিক্ষকতা ঢাকা সিটি কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান। ২০১৫-য় ইস্তফা। লেখালেখি শুরু ১৯৮১ থেকে : কবিতা, গান, ছড়া, প্রবন্ধ ও সমালোচনা। ভ্রমণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকায়। পছন্দ গান, বই, চলচ্চিত্র আর আড্ডা। কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭। ছড়ায় অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার ১৪২৩। স্ত্রী রিয়া মারুফ, পুত্র আভাস ও রিশাদ এবং কন্যা মূর্ছনা।