আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা গােটা বিশ্বকে সুন্দর করতে হলে আগে মানুষকে সুন্দর হতে হবে। সুন্দর এ পৃথিবীতে যতাে বিপর্যয়, সমস্যা আর সংকট দেখা দিচ্ছে তার প্রত্যক্ষ ও পরােক্ষ কারণ হিসেবে আমরা মানুষেরাই দায়ী। আমাদের চারিত্রিক কলুষতা, স্বার্থান্ধতা, লিঙ্গ, ভােগ, মােহ এগুলাে থেকেই সকল সমস্যার উদ্ভব। আমরা অন্যায়, অবিচার, অসততা, প্রতারণা, প্রবঞ্চনা, ভণ্ডামি, ক্ষমতার অপব্যবহার, অমানবিক আচরণ, দুর্নীতি আর অপসংস্কৃতিকে যতই গ্রহণ করছি ততােই অধােপতনের দিকে ধাবিত হচ্ছি। আমাদের এগুলাে থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম মানসিক প্রস্তুতি এবং সঙ্কর্মে আত্মনিয়ােগ করতে হবে। প্রতিটি রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সামগ্রিক উন্নয়নের লক্ষে সকলকে একযােগে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। আত্মকেন্দ্রিকতা ও ব্যক্তি স্বার্থপরতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই গঠিত হবে একটি সুন্দর সুখী এবং বসবাসের যােগ্য সমাজ ও রাষ্ট্র। ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ নামক এ বইয়ে মানুষের স্বাধীনতা আর তার সীমানা এবং মানবকর্মের দিকগুলাে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন, স্বদেশপ্রেম, মানবতা, বিশ্বজনীনতা, কর্মচিন্তা, প্রগতিবনা, অপসংস্কৃতি, দুর্নীতি, ঘুষ, প্রবঞ্চনা, অনৈতিকতা, জালিয়াতি, প্রতারণা, অর্থলিপ্সা এগুলােকে অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়েছে।
শিব খেরা 'Qualified Learning Systems Inc. U.S.A. এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষাসংস্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্টা, অত্যন্ত চাহিদাসম্পন্ন বক্তা এবং সফল নিয়ােগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়। তিনি বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রকৃত সুপ্ত সম্ভাবনা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তাঁর প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে - ইউ.এস. থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে............... তাঁর সাধারণ জ্ঞান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে, তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ণ করতে অনুপ্রাণিত করেছে। তাঁর দীর্ঘ কুড়ি বছরের গবেষণা, মেধা এবং অভিজ্ঞতা বিভিন্ন মানুষকে তাদের ব্যক্তিগত বিকাশ ও পরিপূর্ণতায় সাহায্য করেছে। শিব খেরার গুরুত্বপূর্ণ মক্কেলদের তালিকা: Lufthansa German Airlines. ANZ Grindlays. Bahamas Quality Council and Boehringer Mannheim. শিব খেরা বিবিধ রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন।