"টেনস গ্রামার স্ট্রাকচার নয়, বরং বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেনটেন্স এর গঠনকে নিয়ন্ত্রণ করে (এফএম মেথোড)" বইটির পটভূমি থেকে নেয়াঃ ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বাধীনতা লাভের প্রায় অর্ধশতাব্দি পরও আমাদের ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে কথা বলা শেখানাের জন্য কোন বই অদ্যবধি গবেষণামূলক কোন বই রচিত হয় নাই। প্রাক বিদ্যালয় থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি শ্রেণিতে বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করতে গিয়ে grammar, translation, transformation, voice change, narration, degree, letter, application, paragraph, question-answer সহ অনেক কিছু শেখানাের পরও আমরা আমাদের শিক্ষার্থীদের ইংরেজি ভালােভাবে শেখাতে পারি না। একবিংশ শতাব্দির একজন শিক্ষিত মানুষ হিসেবে ইংরেজিকে কেবলমাত্র পরীক্ষা পাসের বিষয় হিসেবে বিবেচনা করার কোন কারণ থাকতে পারে না। আজকাল ইংরেজিকে বরং প্রযুক্তির ভাষা, উন্নত জ্ঞান-বিজ্ঞান সম্বন্ধে জ্ঞানার্জনের ভাষা, বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের ভাষা হিসেবে একটি ব্যবহারিক বিষয় হিসেবেই বিবেচনা করতে হবে। এই লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আজ পর্যন্ত কোন বই লেখা হয় নাই। আশাকরি এই বইটি দীর্ঘদিনের শুণ্যতা পূরণ করে জাতিকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে যথেষ্ট সাহায্য করবে।
Title
টেনস গ্রামার স্ট্রাকচার নয়, বরং বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেনটেন্স এর গঠনকে নিয়ন্ত্রণ করে (এফএম মেথোড)