"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী চিরন্তনী" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, চীনের মাও সে তুং, ভারতের মহাত্মা গান্ধী, ভিয়েতনামের হাে চি মিন, ঘানার প্যাট্রিস লুলুম্বা, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ইন্দোনেশিয়ার সুকর্ণ, নামিবিয়ার ম্যান নাওমা, সাবেক সােভিয়েত রাশিয়ার লেনিন, সাবেক যুগােস্তাভিয়ার মার্শাল টিটো, কিউবার ফিদেল কাস্ট্রো আর বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের মধ্যে আদর্শিক মিল ছিল অনেক। কীর্তিও তার এক গৌরবে ভরা উজ্জ্বল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে মিশে আছে বাংলা, বাঙালি আর বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু এখন আর বাংলাদেশের নেতা নয়। জীবিতাবস্থায় বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন তিনি। বর্বরদের হাতে নিহত হবার পর বিশ্ব নেতৃবৃন্দের আকুতিতে জানা যায় তিনি কত বড় মাপের নেতা ছিলেন। মহান নেতা শেখ মুজিবুর রহমানকে ‘পােয়েট অব দি পলিটিক্স’ হিসেবেও আখ্যায়িত করা হয়। আসলে উনি তাে এর চেয়েও অনেক অনেক বেশি। বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের বিভিন্ন বাণী এখানে সংকলিত হয়েছে। বইটি পাঠকদের বহুমাত্রিক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।
মোহাম্মদ জিল্লুর রহমান মূলত সরকারি কর্মকর্তা। বইয়ের সঙ্গেই তাঁর সার্বক্ষণিক ওঠা-বসা অর্থাৎ গ্রন্থাগারিক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক পদে চাকুরীকাল সম্পন্ন করে সম্প্রতি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। নানাবিধ গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নানা বিষয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর।কর্মজীবন শুরু করেছিলেন একটি ইংরেজি দৈনিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বাল্যকাল থেকেই বইয়ের নেশা, অন্যদিকে লেখার নেশা। সব মিলিয়ে তিনি একজন গ্রন্থপ্রেমিক। জন্মেছেন নানা বাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট, নাটোর জেলার সিংড়া উপজেলার রূপকথার গ্রাম খ্যাত হুলহুলিয়ায়।পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন আদর্শবাদী শিক্ষক। এ অঞ্চলে তিনি ‘হেডপণ্ডিত’ নামে সুপরিচিত ছিলেন। মা জাহানারা আহমেদ আজন্ম গ্রন্থ অনুরাগী। ছাত্রজীবন থেকেই পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ে কৌতুহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। তিনি বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহন ও গবেষণার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। সংবাদপত্রে বিষয়ভিত্তিক কলাম ছাড়াও এ পর্যন্ত তাঁর বাইশ হাজার চিঠিপত্র প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা পাঁচশ’র অধিক।