লেখক পরিচিতি হাফিজ উদ্দিন আহমেদ। পিতা: মরহুম আয়েত আলী মুন্সী, মাতা : মরহুমা ইরন বানু। জন্ম : ১৮ ফেব্রুয়ারি; ১৯৪৯ সাল। জন্মস্থান ও পৈত্রিক নিবাস : কুকুরমারা গ্রাম, বেলাবো থানা, নরসিংদী জেলা। বর্তমান ঠিকানা : ‘স্বপ্নীল’, ৩১৬/৫ ভেলানগর, নরসিংদী।
শিক্ষা- প্রাথমিক : কুকুরমারা প্রাথমিক বিদ্যালয় (১৯৫৭); মাধ্যমিক : লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় (১৯৬৪); উচ্চ মাধ্যমিক : হাজী আসমত কালেজ, ভৈরব, কিশোরগঞ্জ (১৯৬৬); স্নাতক- সম্মান (সমাজ বিজ্ঞান) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (১৯৬৯); স্নাতকোত্তর (সমাজ বিজ্ঞান) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (১৯৭০); স্নাতকোত্তর (এল.এল.বি); সিটি আই মহাবিদ্যালয়, খুলনা (১৯৮১)।
পেশা : সরকারী কালেজে অধ্যাপনা। বিভিন্ন সময়ের কর্মস্থল : সরকারী বিিএল. কলেজ, খুলনা (প্রভাষক, ১৯৭২-৮৩), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া, (সহকারি অধ্যাপক, ১৯৮৩-৯১, সহযোগি অধ্যাপক, ১৯৯১-২০০১), সরকারী চারুকলা কলেজ, চট্টগ্রাম (উপাধ্যক্ষ ২০০১), সরকারী বিএম কলেজ, বরিশাল (অধ্যাপক- চেয়ারম্যান, ২০০১-২০০৪), নবীনগর সরকারী কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া (অধ্যক্ষ, ২০০৪-০৫), সরকারী বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ (অধ্যক্ষ, ২০০৫-০৬)।
প্রফেসর হাফিজ উদ্দিন আহমেদ ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে হবিগঞ্জের সরকারী বৃ্ন্দাবন কলেজের অধ্যাক্ষের পদ থেকে সরকারী চাকুরি সমাপন করেন। বর্তমানে তিনি নরসিংদী আইডিয়েল কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নরসিংদী শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।