"নারী-পুরুষের আধুনিক ও গােপন মাসয়ালা"বইটির ১ম ফ্লাপের কিছু কথা: পাণ্ডুলিপিটি সবে দেখা শুরু করেছি। অফিসের কাজের ফাকে দেখবাে বলে। নিয়ে গিয়েছিলাম অফিসে। ডেস্কে রেখে । একটু বাইরে গিয়েছিলাম। ফিরে এসে। দেখি আমার ডেস্কের সামনে কয়েকজন সহকর্মীর জটলা। তাদের চোখে-মুখে। কৌতুহল । বিষয় কী? একজনের হাতে পাণ্ডুলিপিটির কাটা অংশ। সেটা তিনি ধরে রেখেছেন। অন্যরা সম্ভবত পড়ার চেষ্টা করছেন। এরা সবাই উচ্চশিক্ষিত। একেবারে তরুণ না হলেও তারুণ্য এখনাে ঝরে পড়েনি। আমাকে দেখে। হাফ ছেড়ে একজন-‘ওই তাে ইয়াসীন ভাই এসে গেছেন! : কী ভাই! এই জিনিস কোত্থেকে পেলেন? একজন জিজ্ঞেস করলেন। : আরে ভাই, এটা তাে আরাে আগে বাজারে আসা উচিত ছিলাে। এধরনের বই তাে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যেই দরকার।.... ...আমার সহকর্মীদের অপার কৌতুহল আমাকে এই বইয়ের ভেতরে নিয়ে যায়। বইয়ের সম্পাদনার কাজ শেষ করতে করতে একসময় আমিও একথা বলতে বাধ্য হলাম-এমন বিষয়বস্তু নিয়ে যে বইয়ের পসরা সাজানাে হয়েছে, সেটা আরও অনেক অনেক আগে বাজারে। আসা উচিত ছিলাে। আলেম-অআলেম, মুসলমান-অমুসলমান সবার জন্যে, সব দম্পতি, সব নারী-পুরুষের জন্যে এই বই দরকার। এই দরকারের বিকল্প নেই। পাঠক এই বইয়ের যতাে ভেতরে যাবেন, আমার এই ক্ষুদ্রমতের সাথে তার মত। ততাে মিলে যেতে থাকবে-ইনশাআল্লাহ!