ফ্ল্যাপে লিখা কথা আমাদের স্বাধীনতা আন্দোলনের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক পটভূমি। বাঙালী জাতির হাজার বছরের লালিত বাসনা আর স্বপ্ন থেকে জন্ম নিয়েছে একাত্তরের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ। আর তাই বলা চলে, একাত্তরের স্বাধীনতা আন্দোলন হঠাৎ করে আমাদের জাতীয় জীবনে আবির্ভূত হয়নি।
ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশী বিপর্যয়ের মধ্যদিয়ে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম এবং প্রকৃত অর্থে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তার অব্যবহিত পর থেকেই। আমাদের বর্তমান প্রজন্মকে তাই ভারত বিভক্তির প্রেক্ষাপট তথা ১৭৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২১৪ বছরব্যাপী আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হবে, তাদের জানতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আছে আমাদের দুটো মহৎ অর্জন, আর তা হলো - ‘৪৭ সালে পাকিস্তান এবং ‘৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠা।
তাই এ উপমহাদেশের ঐতিহাসিক বাস্তবতার নিরীখে আমাদের তরুণ সমাজে এদেশের মৃত্তিকা-গভীরে প্রোথিত আমাদের ইতিহাস ও ঐতিহ্যের শিকড়ের সন্ধান প্রদান এবং সর্বোপরি আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রেক্ষিতে আমাদের আত্মসম্মানবোধ তথা জাত্যাভিমানকে জাগ্রত করে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখেই রচিত হয়েছে এ পুস্তকটি।
Title
আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা