ময়মনসিংহ তথা দেশের রাজনৈতিক পরিমÐলে এ.কে.এম মোশাররফ হোসেন একটি আলোকিত নাম। সুবিদিত বিদ্যুৎসাহী, দক্ষ প্রশাসক এবং পরবর্তীতে অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক হিসেবে আমাদের দেশে যে কয়েকজনের নাম আমার কাছে বিশেষভাবে প্রতীয়মান হয় এ.কে.এম মোশাররফ হোসেন তাদের অন্যতম। তাঁর ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত আলোচনায় যা পেয়েছি তার মতো ব্যক্তিত্বের প্রয়াণ এদেশের জন্য অপূরণীয় ক্ষতি। আজকাল দেশের আনাচ-কানাচে রাজনীতিবিদের অভাব নেই কিন্তু কর্মীবান্ধব ও জনবান্ধব রাজনীতিতে সরব ও কল্যাণকামী রাজনীতিবিদের দর্শন পাওয়া দুষ্কর। এহেন ক্রান্তিলগ্নে এ.কে.এম মোশাররফ হোসেন ছিলেন তেমনি একজন নিবেদিত প্রাণপুরুষ। ব্যক্তিজীবনে তাঁর সঙ্গ লাভে আমার সৌভাগ্য না হলেও দেশের উন্নয়নকামী এই নেতার দেশসেবা বিশেষ করে তার এলাকাপ্রীতি সম্পর্কে অবহিত হয়ে আমি অতি আনন্দবোধ করি। দেশ ও জাতির ভাবনায় তাঁর চিন্তা, চেতনা, কর্ম ইত্যাদির আলোকপাত ও অনুসরণ আমাদের আবশ্যিক কর্তব্য জ্ঞান বলে মনে করি। তাঁর জীবনদর্শন আমাদের জন্য পাথেয়। তাঁর জীবনী নিয়ে প্রিয়জন মো. রফিক ভূঁইয়া খোকার লেখা ‘আমাদের এ.কে.এম মোশাররফ হোসেন’ বইটি সময়ের দাবি এবং রাজনীতি চর্চাকারীদের জন্য একটি দলিল হয় থাকবে।
মো. রফিক ভূঁইয়া খোকা । তিনি একজন শিক্ষক, লেখক, সাংবাদিক এবং সক্রিয় সংগঠকও। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার মধ্যহিস্যায় ১৯৮১ সালে তার জন্ম । পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোজাফ্ফরপুর গ্রামের সওদাগরবাড়ি । পিতা মো. আব্দুল হাই ভূঁইয়া রেলওয়ের একজন সরকারি কর্মচারী ছিলেন । মা শামছুন নাহার ভূঁইয়া একজন আদর্শ গৃহিণী । একমাত্র অনুজ মো. শফিক ভূঁইয়া সোহেল (ডিভিএম) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। মামা প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক সুলতান আহমেদ-এর হাতেই মো. রফিক ভূঁইয়া খোকা'র পড়ালেখার হাতেখড়ি । তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে স্থানীয় নবারুণ বিদ্যা নিকেতন থেকে মাধ্যমিক, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন । তারপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লি. টাঙ্গাইল শাখার একজন কর্মকর্তা ছিলেন । ব্যাংকের বাঁধাধরা জীবন তার ভালো লাগেনি । তিনি ময়মনসিংহ, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন । তিনি পুটিয়ালি টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজ ময়মনসিংহ সদর (বেসরকারি কারিগরি) কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেন । ছিলেন ঢাকা প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ. উত্তরা, ঢাকা-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ । তিনি জাতীয় দৈনিক দেশের পত্র, জাতীয় অনলাইন পত্রিকা দৈনিক অপরাধ সংবাদ, দৈনিক সাহসী কণ্ঠসহ আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন দীর্ঘসময় । বর্তমানে তিনি ইয়ুথ টিভি চ্যানেলের ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করছেন