লেখক পরিচিতি অধ্যাপক ফকির মোহাম্মদ আবদুর রব কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চরগোয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গৌরীপুর স্কুলে ও পরে ঢাকা কলেজ পড়াশুনা করে ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ এম. এ পাশ করেন। কিছুকাল, প্রধান শিক্ষক থাকাকালে ১৯৬৩ সালে তিনি কৃতিত্বের সাথে বি. এড ডিগ্রী লাভ করেন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠালগ্নে ঝিনাইদহ ক্যাডেট কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭০ সালে তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য মনোনীত হন। ১৯৭১ সালে ইউনিভারসিটি অব নর্টিহাম স্কুল অব এডুকেশন থেকে ‘ডিপ-ইন-এড’ লাভ করে ১৯৭২ সালে কলেজে ফিরে আসেন। ১৯৭৪ সালে ক্যাডেট কলেজ গভার্নিং বডিসমূহের তদানীন্তন চেয়ারম্যান, পরবর্তীতে রাষ্ট্রপতি, জেনারেল জিয়াউর রহমান জনাব রবকে ক্যাডেট কলেজগুলির মধ্যে সেরা শিক্ষক হিসেবে স্বর্ণপদক ও সার্টিফিকেট অব প্রফিসিয়েন্সি প্রদান করেন। একই সাথে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৮১ সালে তিনি অধ্যক্ষ হিসেবে মির্জাপুর ক্যাডেট কলেজে যোগদান করেন। ১৯৮৬ সালে তিনি বরিশাল ক্যাডেট কলেজে বদলী হন এবং ১৯৮৭ সালে অবসর গ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকার পর ২০০০ সালে মিলেনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক নিবন্ধ লিখেন। উল্লেখ্য যে, ১৯৮২ সালে ক্যাডেট কলেজ গভর্নিং বডিসমূহের তৎকালীন চেয়ারম্যান, পরবর্তীতে রাষ্ট্রপতি, জেনারেল এইচ.এম এরশঅদের ঐকান্তিক আগ্রহে তিনি ‘আপনার সন্তান ও ক্যাডেট কলেজ’ বইটি লিখেন যা পরবর্তীতে ‘পাবলিক স্কুল শিক্ষা ও ক্যাডেট কলেজ’ নামে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। তাঁর রচিত বইয়ের মাঝে Self Teaching English Language বিশেষ উল্লেখযোগ্য।