“তিন নাবিক" বইটি সম্পর্কে কিছু তথ্যঃ উসমানীয় খিলাফতের বিলুপ্তির মধ্যদিয়ে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের চেতনার বিলুপ্তি ঘটেছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদী আন্দোলনকে কেন্দ্র করে সংগ্রাম ও আতœত্যাগের মধ্যদিয়ে উত্তর আফ্রিকা থেকে ভারত উপমহাদেশ পর্যন্ত অনেকগুলো মুসলিম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কিন্তু এসব দেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারেনি। দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলো বিভক্ত হয়। এর মধ্যে আরব দেশগুলোতে বিপুল তেল সম্পদ আবিস্কার হয়। এতে আরব দেশগুলোর ওপর পশ্চিমা বিশে^র ভাগ-বাটোয়ারার নীতিতে দেশগুলোর ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। পতাকা আর সীমানা থাকলেও এসব দেশ নতুন রুপে পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশে পরিণত হয়। যার ধারবাহিকতা এখনও চলছে। মুসলিম দেশগুলোর জনবিচ্ছিন্ন শাসকরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুরোপুরি ভাবে পশ্চিমা দেশগুলোর ওপর শুধু নির্ভরশীল নয়, বলা যায় আতœসমর্পন করেছে। অপরদিকে পশ্চিমা বিশ্বে উদার গণতন্ত্রের বদলে উগ্রডানপন্থীদের উন্থান ঘটেছে। এর মধ্যে অনেক নব্য ক্রুসেডার বিশ্বাসী রাজনৈতিক দল রয়েছে। ফলে পশ্চিমা বিশ্বে অভিবাসী মুসলমানরা নতুন এক সঙ্কটের মুখে পড়েছে। ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী প্রচারণা বেড়ে গেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতেও ধর্মীয় পরিচয়ের কারনে মুসলমানরা অনেক বেশি অনিরাপদ হয়ে উঠেছে। এমন হতাশাজনক পরিস্থিতির মধ্যে মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে তিন রাষ্ট্রনায়কের কন্ঠস্বর শোনা যাচ্ছে। এরা হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত কয়েক মাস যাবত তাদের কিছু বক্তব্য ও মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে আর্ন্তজাতিক ফোরামে সম্মিলিত প্রয়াস নতুন করে আশাবাদ সৃষ্টি করছে। সাংবাদিক আলফাজ আনাম তিন নেতার এই উদ্যেগের নানা দিক তুলে ধরেছেন “ তিন নাবিক ” নামের বইয়ে। সাথে আছে এই তিন নেতার সংক্ষিপ্ত জীবনী। সম্প্রতি বাজারে এসেছে নতুন এই বইটি। এই বইয়ে তিন রাষ্ট্র প্রধানের উদ্যেগ এবং এসব দেশের পররাষ্ট্রনীতিতে মুসলিম বিশ্বের সঙ্কট কতটা গুরুত্ব পাচ্ছে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সাথে তিন দেশের পারস্পরিক সর্ম্পকের দিক বিশ্লেষণ করা হয়েছে।
জন্ম : গাইবান্ধা, ১৯৭৪ সাল দুই দশক ধরে দৈনিক পত্রিকায় রিপোর্টার ও সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইন ম্যাগাজিন বিডিভিউজডটনেট-এর সম্পাদক।