ভূমিকা মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০) ছিলেন আমেরিকার প্রথম সারির লেখকদের মধ্যে একজন। স্কুলের বাধাধরা নিয়মের মধ্যে খুব একটা ছিলেন না, কিন্তু তিনি অনেক কিছু শিখেছিলেন বিভিন্ন কাজ থেকে, আর শিখেছিলেন মানুষ থেমে যাদের সংগে তাঁর সাক্ষাৎ হয়েছিল। মাত্র তেরোবছর বয়সে তিনি মুদ্রাকর হিসেবে কাজ শুরু করেছিলেন।
তারপর তিনি তাঁর ভােইকে সাহায্য করেছিলেন একটি আঞ্চলিক সংবাদপত্র বের করতে। সেখানে তিনি নিয়মিত প্রবন্ধ ও গল্প লিখতেন।
কিন্তু মুদ্রণ তাঁর জন্য রোমাঞ্চকর কিছু ছিল না। বের হলেন সোনার অন্বেষায় এবং তারপর চেষ্টা করলেন একটি বন কিনে অর্থ উপার্জন করতে। যখন তাঁর বয়স বিশ, তিনি মিসিসিপি নদীতে নৌকা নিয়ে কাজ শুরু করলেন। কাজটি ছিল তাঁর মনের মত, কারণ তিনি ছিলেন যে কোন রোমাঞ্চ ও উত্তেজনার পাগল। এই কাজে তিনি যাদের সংগে উঠাবসা করেছিলেন তারাই পরবর্তীতে তাঁর বিভিন্ন বইয়ে চিত্রিত হয়েছেন।
বত্রিশ বছর বয়সে তিনি প্রথম বই লিখেছিলেন। তারপর থেকি তিনি তাঁর ভ্রমণ এবং ভ্রমণকালে যেসব মানুষজনের সংগে মিশেছিলেন তার সম্পর্কে অনবরত লিখে গিয়েছেন। তাঁর শ্রেষ্ঠ দুটো বই- ‘দ্যা এডভানচারস্ অব টম সয়্যার’ এবং ‘দ্যা এডভানচারস্ অব হাকলবেরি ফিন’, কৈশোরে তিনি যে শহরে থাকতেন তা নিয়ে লেখা।
যেসব বালকদের সংগে তিনি স্কুলে যেতেন তাদের সম্পর্কও এ বই দুটোতে লেখা হয়েছে। গল্পগুলোর রচনাশেলী এমন যে, মনে হয় যেন প্রাণবন্ত কোন ঘটনা। হাস্যরসের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন ক্ষতগুলো দেখানো চেষ্টা করেছেন।
সূচিপত্র * হাক্ এবং তার বন্ধুরা * হাক্ এবং তার বন্ধুদের সম্পর্কে আরো গল্প * হাক্ এবং তার বাবা * হাকের বন্দীদশা * হাকের মুক্তি * জ্যাকসন দ্বীপের জীবন এবং একটি চমক * জ্যাকসন দ্বীপে হাক্ এবং জিম * খারাপ ভাগ্যের আগমন ধ্বনি * সারাহ উইলিয়ামস এবং জর্জ পিটারস * দু’জন অস্ত্রধারীকে বোকা বানিয়ে জিমকে উদ্ধার * আরো খারাপ ভাগ্যের আগমন ধ্বনি * হাকের সাথে গ্রেঞ্জারফোর্ডদের সাক্ষাৎ * গ্রেঞ্জারফোর্ড এবং শেফার্ডসন পরিবার * হাক্ মিস সোফিয়াকে সাহায্য করলো এবং জিমকে খুঁজে পেলো * মিস সোফিয়া এভং হাকের পলায়ন * একজন ডিউক এবং একজন রাজা * দু’জন দুর্বত্তকে একটি প্রদর্শনীতে অংশগ্রহণে উদ্দীপ্ত করা * দুর্বৃত্তদের আরেকটি ভাওতাবাজি * দুর্বৃত্তদের নতুন ফন্দি * আরো দুই ভাইয়ের আগমন * বিপদে দুই দুর্বৃত্ত * হাক্ এবং দুর্বৃত্তদের কোন রকমে ফাঁসির দন্ডাদেশ থেকে পলায়ন * জিমকে বিক্রি করা হলো * টম সয়্যার রূপে হাক্ * সত্যিকার টমের আগমন * জিমকে খুঁজে বের করার জন্য টমের পরিকল্পনা * টমের প্রতিবন্ধকতা আবিষ্কার * টমের প্রতিবন্ধকতা আবিষ্কার * পলায়ন * সিড নিরুদ্দিষ্ট এবং সবাই বেশ চিন্তিত * সিড ও জিমের সন্ধান লাভ * পলি খালা এলেন এবং সবকিছু মিটমাট করে দিলেন
মার্ক টোয়েন জন্ম ৩০ নভেম্বর ১৮৩৫, আমেরিকার মিসৌরিতে | আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। বিশ্বব্যাপী মার্ক টোয়েন নামে পরিচিত। ১২ বছর বয়সে বাবা মারা যান। জীবিকা অর্জনের জন্য তাঁকে বেরিয়ে পড়তে হয়। আমেরিকার বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন। বড় হয়েছেন মিসিসিপি নদীর তীরে, এই নদীতে স্টিমবােটের পাইলট ছিলেন। অংশ নেন আমেরিকার গৃহযুদ্ধে। যুদ্ধের পর সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। টম সয়ীর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিহিত হয় ক্ল্যাসিক হিসেবে। এর পরের খণ্ড দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন। মৃত্যু ১৯১০।