কোনাে ভাষায় এবং দেশে বিজ্ঞানকে জনপ্রিয়করণের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলাে সেই দেশের মানুষের ভাষায় বিজ্ঞান নিয়ে পড়ার পর্যাপ্ত উপকরণ তৈরি করা। সেই উপকরণগুলিও আবার পুরােনাে হলে চলবে না। সময়ের সাথে যখন নিত্যনতুন আবিষ্কার ঘটে চলে দুনিয়ায়, অভিনব চিন্তার উদ্রেক হয়, অসাধারণ তত্তের আবির্ভাব ঘটে তখন সেসব নিয়েও সেই ভাষার বিজ্ঞানভাণ্ডারকে প্ৰাচুৰ্য্যমণ্ডিত করা প্রয়ােজন। এর ফলে দেশে যেমন একটা বিজ্ঞান গবেষণা-কেন্দ্রিক সংস্কৃতি গড়ে ওঠে, বাংলাদেশে যার অভাব রয়েছে, তেমনি মানুষের মনকে আরও বিজ্ঞানমনস্ক করে তােলা যায়। ফলে, বাংলায় বিজ্ঞান নিয়ে লেখালেখির গুরুত্ব কতটুকু সেটা আর পাঠকদের সামনে তুলে ধরার প্রয়ােজন বােধ করছিনা। যেই গুটিকয় লেখক এই অতি গুরুত্বপূর্ণ কাজটি নিষ্ঠার সাথে করে চলেছেন তাদের একজন অতনু চক্রবর্তী। বাংলাভাষী বিজ্ঞানীদের আমাদের সামনে তুলে ধরতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসে অবহেলিত বিজ্ঞানীদের নিয়ে লিখেছেন। সম্প্রতি তার একটি বইও প্রকাশিত হয়েছে এই লেখাগুলি নিয়ে- মেঘে ঢাকা তারা। চমৎকার শিরােনামের এই বইটার লেখাগুলিতে অতনুর বিজ্ঞানের প্রতি ভালােবাসা এবং বাংলাভাষাকে বিজ্ঞানে ধনী করার প্রয়াস চোখে পড়ে। জীববিজ্ঞানের জন্য ভালােবাসা বইটি অতনুর সেই ভালােবাসারই সম্প্রসারণ।