মো. আবদুল আজিজ ভাষাসৈনিক, কৃতবিদ্য শিক্ষাবিদ, শিক্ষাপ্রশাসক, লেখক-চিন্তক এবং নিষ্ঠাবান গবেষক। তাঁর বর্ণাঢ্য জীবন কর্মমুখর সাফল্যে মোড়ানো। শিক্ষাসেবায় ষাট বছর পার করেছেন তিনি। পঞ্চাশের উন্মাতাল সময়ে প্র্রগতিশীল রাজনৈতিক ধারায় তাঁর সরব উপস্থিতি জাতীয় আন্দোলনকে আরও গতিশীল করেছে। আজীবন তাঁর মনন ও মনীষায় যুক্ত দেশপ্রেম, বাঙালি জাতিসত্তা, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ আর জ্ঞানচর্চার নিবিড় বীক্ষণ। বার্ট্রান্ড রাসেল, অমর্ত্য সেন, রিচার্ড ফাইনম্যান ও স্টিফেন হকিংকে তিনি চেতনায় ধারণ করেছেন। ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত প্রতিটি স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে তাঁর আত্মনির্মাণের ধারা সুসংহত হয়েছে। ধ্রুবজ্যোতি : মো. আবদুল আজিজ সংবর্ধনগ্রন্থে এই ধীমান ব্যক্তির বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক অনুসন্ধান করেছেন খ্যাতিমান ও তন্নিষ্ঠ তরুণ লেখক-গবেষকবৃন্দ। তাঁরা সামাজিক-রাষ্ট্রিক-সাংস্কৃতিক ইতিহাসের নিরিখে উন্মোচন করেছেন তাঁর জীবন ও কর্মের কৃতী, কীর্তি, মনন ও মনীষার স্বরূপ। কালের যাত্রায় বরিষ্ঠ চিন্তক অধ্যাপক আজিজ যে ধুলোমাটির পথকে বিনির্মাণ করে পরিব্রাজকের মত সাফল্যের বর্ণময় শিখরে পৌঁছেছেন-তাঁর সেই বিরল-কীর্তিময় জীবনচিত্রই এই গ্রন্থে উদ্ভাসিত হয়েছে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এবং প্রগতিশীল আন্দোলনে তাঁর অনিবার্য জীবনসংগ্রাম আমাদের উজ্জীবিত করে।
আজির হাসিব। জন্মতারিখ ও জন্মস্থান : ১ জানুয়ারি, ১৯৮৩; রাজাপুর, কোম্পানীগঞ্জ সিলেট। পেশা : শিক্ষকতা। কর্মক্ষেত্র বাংলা বিভাগ, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিলেট। উচ্চতর গবেষণায় নিয়ােজিত আছেন বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে। তাঁর গবেষণার বিষয় ‘দিলওয়ারের কবিতা : বিষয় ও প্রকরণ। যুক্ত আছেন গােষ্ঠীপত্রিকা কথাপরম্পরার সঙ্গে।