"IBA English for Job and Admission Test" বইটির ভূমিকা থেকে নেয়াঃ IBA (BBA /MBA) ভর্তি পরীক্ষা এবং IBA কর্তৃক গৃহীত চাকরীর পরীক্ষাগুলােতে ইংরেজি অংশে ২৫/৩০ এবং ১৫/২০ নম্বর থাকে যথাক্রমে। যা অনেকটা ট্রাম্পকার্ডের মতাে কাজ করে থাকে। দেখা যায়, অন্যান্য সকল সেকশনে ভালাে করা সত্ত্বেও এই সেকশনে পিছিয়ে পড়ার কারণে অনেকেই পরীক্ষায় ভালাে নম্বর তুলতে পারেন না। কিন্তু এই ভর্তি পরীক্ষায় ২৫/৩০ বা চাকরীর পরীক্ষায় ১৫/২০ নম্বরের মধ্যে ভালাে করতে পারলে প্রিলিমিনারি পরীক্ষায় এগিয়ে থাকা যায়। তাই ইংরেজি সেকশনের জন্য ভালাে প্রস্তুতি নিলে প্রতিযােগিতামূলক পরীক্ষায় ভাল করাটা অনেক সহজ হয়ে যায়। বিগত বছরগুলাের ভর্তি পরীক্ষা এবং চাকরীর পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে এটা ধারণা করা যায় যে, প্রতিযােগিতামূলক পরীক্ষায় Pin - Point Error, Sentence Correction, Sentence Completion, One Word Substitution, Odd Word, missing Word, Vocabulary, Analogy, Spelling, Appropriate Preposition, Group Verbs, Phrase and Idioms এই চ্যাপ্টারগুলাে থেকেই IBA প্রশ্ন করে থাকে এবং এই বইটিতে এসব বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে। তাই প্রস্তুতির সময়টিতে হাতে থাকা চাই এমন একটি বই, যে বইটি যথাযথভাবে গুছিয়ে লেখা হয়েছে। মূলত, এই জন্য এই বইটি। বইটিতে গ্রামারের ১০১ টি নিয়ম সহজ ভাষায় উদাহরণ সহ আলােচনা করা হয়েছে যেটা শিক্ষার্থীদের শতশত পৃষ্ঠার গ্রামার বই পড়ার চাপ একেবারে কমিয়ে দিবে কারণ এই নিয়মগুলাে থেকেই প্রতিবছর প্রশ্ন করা হয়ে থাকে। বইটিতে অন্যান্য অধ্যায়গুলাে IBA এর প্রশ্নের ডিফিকাল্টি লেভেলকে মাথায় রেখে প্রশ্ন প্রণয়ন এবং বাংলা ব্যাখ্যাসহ উত্তর সংযােজন করা হয়েছে। এছাড়া লেখকদের মেধার সবটুকু ঢেলে দেয়ার প্রচেষ্টা ছিলাে। তাদের জন্য রইলাে শুভকামনা। তবে কিছু কথা বলতেই হবে। এই বইটি কেবল IBA Admission Test এবং IBA কর্তৃক গৃহীত চাকরীর পরীক্ষার ইংরেজি সেকশনের একটি সংক্ষিপ্ত বিবরণ। এই বইয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলাে বিস্তারিত আলােচনা করা হয়েছে। বইটি সহজ বাংলায় লেখা হয়েছে যেন সব লেভেলের ছাত্র - ছাত্রী পড়ে উপকৃত হতে পারে। বইটিতে প্রয়ােজনীয় সকল তথ্য খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বইটি যেন শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়তে পারেন, তার সকল চেষ্টা লেখকবৃন্দ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে বইয়ের সহজবােধ্য উপস্থাপনের মাধ্যমে। আশাকরি, যারা বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে এই বইটি। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যাক – এই শুভকামনা রইলাে।