লেখকের কথা: বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক প্রণীত। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট এর বর্তমান মানবন্টন অনুসারে সাহিত্য অংশে বিশ নম্বর বরাদ্দ রয়েছে। দীর্ঘদিন ধরে বিসিএস শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে খুব কাছ থেকে বাংলা সাহিত্য নিয়ে তাদের উত্তষ্ঠিত হতে দেখেছি। শিক্ষার্থীদের ক্রমাগত অনুরােধ আমাকে। ‘সাহিত্য কথা' গ্রন্থ রচনায় অনুপ্রাণিত করেছে। গ্রন্থটিতে প্রাচীন যুগ ও মধ্য যুগ ধারাবাহিক আলােচনার পর আধুনিক যুগে গদ্য সাহিত্যের গােড়াপত্তন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, উপন্যাস, নাটক, ছােটগল্প, প্রবন্ধ, মহাকাব্য, কবিতা প্রভৃতি ধারা, উপাধি ও ছদ্মনাম, পঙক্তি, বাংলা সাহিত্যে প্রথম, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য, গুরুত্বপূর্ণ চরিত্র প্রভৃতির অত্যন্ত তথ্যবহুল আলােচনা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ার সুবিধার্থে কবি সাহিত্যিকদের প্রথমে এগার জন বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব গুরুত্বপূর্ণ পঞ্চাশ জন আরাে পঞ্চাশ জন। এভাবে সাজানাে হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রশ্নাবলি সংযুক্ত করা হয়েছে। প্রতিযােগিতামূলক পরীক্ষাগুলােতে বাংলা সাহিত্যের সর্বাধিক প্রশ্নের উত্তর। ‘সাহিত্য কথা' বই থেকে পাওয়া যাবে বলে আশাবাদী।