”সন্তানের প্রতি বাবার নাসিহাহ্” বইয়ের লেখকের কথা: এই গ্রন্থে আমি সে কথাগুলোই বলতে/ লিখতে চেয়েছি, যে কথাগুলো একজন বাবার পক্ষ থেকে সন্তানকে বলা খুব করে জরুরী। মূলত এটি হলো সন্তানের জন্য দিকনির্দেশনা। যা থেকে সন্তান রসদ সংগ্রহ করে জীবনে কাজে লাগাতে পারে। আমাদের অনেক সন্তানই বিপথে যায় মা- বাবার পক্ষ থেকে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে। তারা বুঝে উঠতে পারে না তাদের কী করণীয়। অনেক সময় তারা বুঝে উঠার আগেই চোরাবালিতে আঁটকে যায়। তারা বয়সের ভয়ঙ্কর ফাঁদের গলি- গুপচিতে পথ হারিয়ে ফেলতে পারে। তাদেরকে উদ্ধার করার, সঠিক রাস্তা দেখিয়ে দেবার দায়িত্ব মা- বাবার। অনেক কথা এমনও আছে যেগুলো তারা লজ্জা- শরমে বলতে পারে না। তেমন কথাগুলোও মা-বাবাকে শুনতে হবে বা অনুধাবন করতে হবে এবং সন্তানকে হেফাজত করতে হবে। সন্তান মহান রবের উপহার। সন্তানকে যথাযথ নির্দেশনা দিয়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সচেতন করবার দায়িত্ব মা- বাবারই। মা- বাবা যদি উপেক্ষা করে তবে সন্তানের বিপদ। এ গ্রন্থে একজন বাবার পক্ষ থেকে সন্তানকে দিকনির্দেশনা দেবার চেষ্টা করা হয়েছে। সন্তানের জন্ম থেকে বিভিন্ন স্তর পেরিয়ে যৌবনের বিবাহপূর্ব সময় পর্যন্ত তাঁর করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বয়ঃসন্ধির জটিল ও আঁধার কিছু বিষয়ে সর্তক করা হয়েছে। এ গ্রন্থ শুধুমাত্র সন্তানের জন্য যে তা নয়। এখান থেকে সমভাবে মা- বাবারাও উপকৃত হতে পারেন। তরুণ- যুবক সবাই এর থেকে খোরাক নিয়ে জীবনকে কিছুটা হলেও যদি পরিবর্তন করতে পারেন বা দৃষ্টিভঙ্গির ইতিবাচক স্বচ্ছতা আসে তবেই লেখকের সফলতা।
Sowrav Shakil, লেখালেখি করছেন ২০১১ সাল থেকে। দৈনিক নয়াদিগন্ত, সাপ্তাহিক সোনার বাংলা, বায়ান্ন ব্লগসহ বিভিন্ন সাময়িকীতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সহকারী সম্পাদক হিসাবে কাজ করেছেন মাসিক কিশোর পত্রিকায়। বর্তমানে সংখ্যাভিত্তিক ম্যাগাজিন ‘চিন্তার পীড়ন’ এ সম্পাদক হিসাবে কাজ করছেন। ‘সন্তানের প্রতি বাবার নাসিহাহ্’ তাঁর প্রকাশিত প্রথম মৌলিক গ্রন্থ।