"মুহাম্মাদ সা. : হৃদয়ের বাদশাহ (দ্বিতীয় খণ্ড)" বইয়ের সংক্ষিপ্ত কথা: এ গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের ক্রমধারার প্রতিই কেবল দৃষ্টি নিবদ্ধ করা হয়নি, বরং সাহাবায়ে কেরাম, পরিবার ও নিকটস্থ সদস্যদের দৃষ্টিতে তার চরিত্র, আচরণ ও গুণাবলীর প্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। একদিকে গ্রন্থটিতে একজন আদর্শ স্বামী, স্নেহময় পিতা এবং বিশ্বস্ত বন্ধুর অন্তরঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে, অন্যদিকে একজন সাহসী যোদ্ধা ও সামরিক বিশেষজ্ঞের নাটকীয় অভিযান বর্ণনা করা হয়েছে। সমাজে অন্যায়-অত্যাচার ও দাসত্বের মোকাবেলা থেকে শুরু করে মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় রণক্ষেত্রে সংগ্রাম—এ গ্রন্থে এমন এক জীবনী তুলে ধরা হয়েছে যা একইসঙ্গে গুরুত্বপূর্ণ, চিত্তাকর্ষক এবং উদ্দীপক। এ গ্রন্থটি পাঠককে প্রচণ্ড আবেগ ও গভীর নিমগ্নতায় সময় ও স্থানের বাধা অতিক্রম করে শতাব্দি পুরোনো আরব উপত্যকায় নিয়ে যাবে এবং অবাক বিস্ময় ও আনন্দে তাদের নতুন তথ্য আবিষ্কার ও অনুসন্ধানের সুযোগ করে দিবে। রাশীদ হাইলামায ইস্তাম্বুলে কাইনাক প্রকাশনা গ্রুপের প্রধান সম্পাদক। সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সা. এর জীবনীর উপর তার অনেক গ্রন্থ রয়েছে। তার্কিস ভাষায় রচিত মূল গ্রন্থটি তুরস্কে সবচেয়ে বেশি বিক্রিত বই। ইতোমধ্যে মাকতাবাতুল ফুরকান থেকে তার দুটি বই অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে; খাদিজা : প্রথম মুসলমান এবং শেষ নবী মুহাম্মাদ সা.-এর বিবি এবং জীবন ও কর্ম : আয়েশা রা. (উম্মুল মুমিনিন, সঙ্গীনী, ফকীহ)। ফাতিহ হারপসি তুরস্কে জন্মেছেন এবং এখানেই বেড়ে উঠেছেন। তিনি মারমারা বিশ্ববিদ্যালয়, ইস্তাম্বুল থেকে গ্রাজুয়েশন এবং ফিলাডেলফিয়ারের টেম্পল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব রিলিজিয়ন থেকে পিএইচডি অর্জন করেছেন।