ভূমিকা আমরা যখন সবান্ধবে বিভাগীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন পর্যন্ত এ বিষয়টির উপর একক কোন পুস্তক না থাকায় প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়। তখনই আমরা এ বিষয়ের উপর একটি বই লেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি।
শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তি উপকারের দিকটিকে বিবেচনা করে এ বইতে সন্নিবেশিত হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা এবং দেশের শিক্ষা বিভাগীয় অতীব গুরুত্বপূর্ণ বিধি ও প্রজ্ঞাপনসমূহ, যা থেকে কেবল বি.সি.এস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাই নয়, শিক্ষার সকল স্তরের শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দও উপকৃত হবেন।
এ বইটিতে বিশেষভাবে শিক্ষা ক্যাডারের বিভাগীয় পরীক্ষার্থীদের চাহিদাকে সামনে রেখে প্রয়োজনীয় বিষয়াদি সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে।
এ চেষ্টায় যে আমরা পুরোটা সফল হয়েছি তা বলা যাবে না। এ বইটি রচনায় আমাদের ভূমিকা যতটা লেখকের তার চেয়ে বেশি সংগ্রাহকের। বইটি রচনার প্রাক্কালে বিশেষ উৎসাহ প্রদান, প্রয়োজনীয় পরামর্শ, তথ্য ও গ্রন্থাদি যোগান দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব কামার মুনির বইটির প্রকাশ ত্বরান্বিত করেছেন। এ জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। নায়েম-এর সিনিয়র কাউন্সেলর মিসেস সাকিনা জাহানারা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মূল্যবান পরামর্শ দিয়ে গ্রন্থটি প্রণয়নে সমধিক সাহায্য করেছেন। আমরা তাঁর কাছেও কৃতজ্ঞ। আমাদের সহকর্মী বন্ধু প্রাণী বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব আবুল কামাল আজাদ সাইফুদ্দিন, অর্থনীতি বিষয়ের প্রভাষক জনাব এস. এইচ. এম পরামর্শ ও তথ্যাদি সরবরাহ করে আমাদের অনুপ্রাণিত করেছেন। আমরা তাঁদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।
জনাব ফজলে রাব্বি, প্রাক্তন পরিচলক, জাতীয় গ্রন্থকেন্দ্র, যাঁর সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে বইটির কম্পোজ সুচারুরূপে সম্পন্ন হয়েছে তাঁকে জানাই আন্তরিক ধন্যবাদ।
সর্বোপরি যাঁর উদ্যোগে বইটি পাঠকের হাতে পৌঁছালো সেই প্রকাশক আহমদ পাবলিশিং হাউসের স্বত্বাধিকারী বন্ধুবর জনাব মেসবাহ উদ্দীন আহমদের কাছে আমরা ঋণী হয়ে রইলাম। ভবিষ্যতে এ ঋণ যেন আরও বৃদ্ধি পায় সে কামনাও রইল।
এই বইটি প্রণয়ন ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মীদের জন্য আমাদের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।
বইটির মান উন্নয়নে সকল পরামর্শ মুক্তমনে গৃহীত হবে।
রহমান ও ফারুক ১লা বৈশাখ, ১৪০৫ সূচিপত্র * মান সম্পদ উন্নয়ন * প্রাথমিক শিক্ষা * সার্বজনীন প্রাথমিক শিক্ষা * মাধ্যমিক শিক্ষা * উচ্চশিক্ষা * ধর্মীয় শিক্ষা * অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা * গণশিক্ষা, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, উপবৃত্তি ও সাক্ষরতা * তুলনামূলক শিক্ষা ব্যবস্থা * শিক্ষা প্রশাসন * শিক্ষা পরিকল্পনা * অর্থ প্রশাসন * শিক্ষা পরিদর্শন * শিক্ষা সংক্রান্ত অতীব গুরুত্বপূর্ণ কতিপয় বিধি ও প্রজ্ঞাপন * গ্রন্থপঞ্জি * প্রশ্নপত্র