‘Precise English’ বইটি BCS, UNIVERSITY AND MEDICAL ADMISSION TEST সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনকে মাথায় রেখে রচনা করা হয়েছে। বইটিতে অতিরিক্ত কোন তথ্য সংযোজন করা হয়নি। বরং বিগত সালের প্রশ্নমালা ব্যখ্যা বিশ্লেষণ করে শুধূমাত্র প্রয়োজনীয় বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে। বাজারে প্রচলিত অন্যান্য বইয়ের সাথে ‘Precise English’ বইটির এখানেই পার্থক্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য মাত্র ৩/৪ মাস সময় পাওয়া যায়। এত অল্প সময়ে ১২০০/১৩০০ পৃষ্ঠার বই পড়ে আয়ত্ব করা কোনভাবেই সম্ভব নয়। ফলে বই দেখেই অনেক পাঠক হতাশ হয়ে পড়েন। আমাদের চিরাচরিত ইংরেজি ভীতি বেড়েই চলে। আর এভাবেই প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতে ভালো না করার কারণে, তাদের কাঙ্খীত সাফল্য লাভ করতে পারছেনা। এ বইটিতে পৃষ্ঠা বৃদ্ধি করে স্বাস্থ্যবান করার কোন চেষ্টা করা হয়নি। বরং যা দরকার তা যুক্ত করা হয়েছে। বইটিতে গ্রামারের প্রয়োজনীয় নিয়ম-কানুনসহ প্রয়োজনীয় ব্যখ্যা, বিশ্লেষণ ও শব্দের অর্থ যুক্ত করা হয়েছে। ভোকাবুলারি অংশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বইটি গ্রামার, ভোকাবুলারি ও লিখিত প্রস্তুতির জন্য যথেষ্ট হবে। সবশেষে বলবো BCS, UNIVERSITY
লেখক পরিচিতিঃ জোনাইদ আল হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক করেছেন। তিনি একজন উদ্যোক্তা, যিনি শিক্ষাদ্যোক্তা হিসেবে সফল। ২০১৭ সালে লেখকের প্রথম স্টার্টআপ ব্যর্থতায় রূপ নিলেও, ২০১৮ সালে প্রতিষ্ঠিত Habib's English Care যথেষ্ঠ সফল। তার এই প্রতিষ্ঠান থেকে ইংরেজি পড়ে ২৪ জনেরও বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে। তিনি মনে করেন চাকরি করে দেশের জন্য যতটুকু অবদান রাখা যায়, তার চাইতেও বেশি রাখা যায় চাকরি তৈরী করে । তাই তার জীবনের লক্ষ্যই হচ্ছে একজন সফল উদ্যোক্তা হয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের অর্থনীতিতে অবদান রাখা। ছাত্রজীবনের বিভিন্ন সময়ে তিনি ৪/৫ টি ভলান্টিয়ারিং সংগঠনের সাথে কাজ করেছেন। অংশ গ্রহণ করেছেন ২০ টির বেশি ওয়ার্কশপে । বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা লেখকের নেশা। অনেক ব্যর্থতা থাকা সত্বেও দুইটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, তিনটিতে প্রথম রানার আপ এবং একটিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন। লেখক মনে করেন, তরুণরাই পারে দেশটাকে বদলে দিতে । এজন্য তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। তাই তিনি তার অর্জিত বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যা ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে আছে।