"কারবালা - বাস্তবতা বনাম কল্পকথা"বইটির সম্পর্কে কিছু কথা: بسم الله الخمين الرجيم সকল প্রশংসা আল্লাহ -এর, যিনি আসমান যমিনের একচ্ছত্র অধিপতি, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি এক ও অদ্বিতীয়, অমুখাপেক্ষী, অপ্রতিরােধ্য, সার্বভৌম। তিনি ছাড়া আর কোনাে উপাস্য নেই, তাঁর কোনাে শরীক নেই। আমরা তাঁর কাছ থেকেই এসেছি এবং তাঁর কাছেই আমাদের চূড়ান্ত গন্তব্য। সালাত ও সালাম বর্ষিত হােক আল্লাহর রাসূল মুহাম্মাদ , তাঁর পরিবার ও তাঁর সাহাবী #g-দের ওপর। কারবালার ঘটনা নিয়ে আমাদের সমাজে প্রচলিত আছে বিভিন্ন ভুল ধারণা। হুসাইন -এর শাহাদাতের ঘটনার সাথে অধিকাংশ সাধারণ মানুষের পরিচয় ঘটে ‘বিষাদ সিন্ধু’ এর মতাে বই কিংবা মুহাররমের তাজিয়া মিছিলের মাধ্যমে। এসব সূত্র থেকে সাধারণ মানুষের সামনে ফুটে ওঠে ইতিহাসের বিকৃত একটি রূপ৷ দুঃখজনক বিষয় হলাে, প্রতিবছর আশুরার সময় অনেক জাতীয় পত্রিকাতেও তুলে ধরা হয় একই ধরনের ভুলে ভরা কথা। বস্তুনিষ্ঠতা, গ্রহণযােগ্যতা এবং ইলমের পােশাকে ফেরি করা হয় জাল-বানােয়াট বর্ণনা এবং মিথ্যে ইতিহাস। মুসলিম উম্মাহর ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পর্কে ভুল ধারণার ব্যাপক প্রচলন নিঃসন্দেহে একটি জনপদ ও জনগােষ্ঠীর জন্য বিপজ্জনক। এর ফলে সৃষ্টি হয় দ্বিমুখী সমস্যার। একদিকে যেমন ঝুঁকি থাকে রাফিদ্বীদের মিথ্যাচারের নিপুণ বুননে প্রতারিত হবার, তেমনি আশঙ্কা থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ অনুসারী হিসেবে নিজেদের ইতিহাস ও আত্মপরিচয় নিয়ে সংশয়ে পড়ার। আগ্রহীদের জন্য কারবালার প্রকৃত ইতিহাস জানার সুযােগ যে নেই, তা না। ইতিহাসের বিভিন্ন বই, তথ্যভিত্তিক আলােচনা, বিভিন্ন বয়ান, লেকচার ইত্যাদির মাধ্যমে একজন। পাঠক সত্যকে খুঁজে নিতে পারবেন। কিন্তু এ কাজটা করার জন্য প্রয়ােজনীয় সময় ও শ্রম বিনিয়ােগ করা হয়তাে অনেকেরই হয়ে ওঠে না। সবচেয়ে সহজলভ্য উৎসগুলাের দিকেই হাত বাড়াবার প্রবণতা কাজ করে আমাদের মধ্যে। সহজে ও সংক্ষেপে কারবালার ঘটনা নিয়ে দলিলনির্ভর ঐতিহাসিক বর্ণনা খুঁজে পাওয়া বাংলা ভাষাভাষী পাঠকের জন্য এখনাে তুলনামূলকভাবে কিছুটা কঠিন। কারবালা: বাস্তবতা বনাম কল্পকথা বইটি মূলত ফরিদ আল বাহরাইনির The Martyrdom Of Al-Husayn (In Light Of The Authentic Traditions) বইয়ের অনুবাদ। লেখক মূল বইকে দুটি অংশে সাজিয়েছেন : ১) কারবালার ঘটনার ব্যাপারে সহীহ বর্ণনাগুলাের ধারাবাহিক উল্লেখ। এ অংশে স্থান পেয়েছে মু'আবিয়া -এর খিলাফতের সময় থেকে শুরু করে সায়্যিদিনা হুসাইন -এর শাহাদাত পর্যন্ত ঘটনাপ্রবাহের সবচেয়ে দালিলিক ও নির্ভরযােগ্য বর্ণনাগুলাে। ২) পরিশিষ্ট—যেখানে বহুল প্রচলিত বর্ণনাগুলাের অসংগতি এবং সেগুলাের ব্যাপারে আপত্তির জায়গাগুলাে চিহ্নিত করা হয়েছে। সাধারণ পাঠকের সুবিধার জন্য এ দুটি অংশের আগে Karbala – Reality