"সন্তানত্ব" বইয়ের ফ্ল্যাপে লেখা: আপনি যে গ্রন্থটি এখন হাতে নিয়েছেন সে বইটি যে শুধুমাত্র আমাদের সন্তানদের মনােজগৎ-বিশেষত্ব, বা তাদের চিন্তা ভাবনার জগতের চর্চা-বােঝাই যে অভিভাবক এবং শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ কাজ, শুধু তাই নয় বরং আমাদের সন্তানদের শিক্ষাদীক্ষার কর্মসূচিও যে তার সমগ্র শিক্ষা কার্যক্রমের সাফল্যের প্রধানতম অংশ তারই বর্ণনা করা হয়েছে যাতে, আমরা আমাদের সন্তানদের অন্তর জগতের অংশে প্রবেশ করে তাকে সঠিক পথে চলবার জন্যে সাহায্য-সহযােগিতা করা যেতে পারে এবং সেই প্রয়াসে তাদের ইচ্ছাকে সম্মান করে, তাদের মতাে করে আমাদের সন্তানদের ভালােবাসতে পারি, এই গ্রন্থটিতে সে পথের সন্ধানেরই চেষ্টা করা হয়েছে। এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়ের অংশই হলাে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের অনেক প্রগতিশীল জ্ঞানী ও গুণীরা বহু যুগ ধরে আমাদের সন্তানদের যে শিক্ষা পদ্ধতিতে তাদের যে শিক্ষা-দীক্ষার প্রক্রিয়ায় গড়ে তুলবার চেষ্টা করেছেন। সেই শিক্ষা সংক্রান্ত কার্যকলাপ-এর একটা সম্মিলিত বাস্তব রূপায়নের চেষ্টা করা হয়েছে। যার মাধ্যমে আমাদের সন্তানদের মনােজগতে সত্যিকার পড়াশুনার আগ্রহ জাগিয়ে তােলা যায় এবং তার আত্মশিক্ষা ও আত্মােন্নতির প্রয়াস এবং বিকাশের দৃষ্টিভঙ্গি এর আলােচনা করা হয়েছে।
ই-বুক আকারে প্রকাশিত "সচেতনতা অধ্যয়ন" সিরিজের লেখক মেহেদী হাসান দেশের অনেকের কাছেই একটি সুপরিচিত নাম। তিনি মূলত একজন গবেষক ও পরামর্শদাতা। তিনি তার জীবনে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং সেসব নিয়ে তৈরি করেছেন তার গবেষণার জগৎ। তিনি কনসালটেন্সি তথা পরামর্শ বিষয়টাকে খুব উপভোগ করেন, কারণ এর জন্য তাকে অনেক কেস স্টাডি ও বাস্তব জ্ঞানার্জন করতে হয়; আর নতুন জ্ঞানার্জন তার প্যাশন। আর সেই প্যাশনকেই তিনি প্রফেশনে রূপান্তর করতে গড়ে তুলেছেন তার অনলাইনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Advisers' Link। ইতোপূর্বে তিনি পরামর্শমূলক বই হিসেবে "সচেতনতা অধ্যয়ন" সিরিজ লিখেছেন এবং এখন ক্যারিয়ার বিষয়ে লিখছেন।