‘বাস্তব এবং বিজ্ঞানভিত্তিক আল কুরআনের সরল বাংলা অনুবাদ’ গ্রন্থটি ইতিপূর্বে বড় আকারে প্রকাশিত হয়েছে। পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ীদের অনুরোধে সহজে বহনযোগ্য করে গ্রন্থটির পকেট ও ভ্যানিটি ব্যাগ সাইজ প্রকাশিত হলো। অত্যন্ত মনোরম প্যাকেটকৃত এ অনুবাদ গ্রন্থটি মা-বোনেরা ভ্যানিটি ব্যাগে সহজে বহন করতে পারবেন। আল কুরআনের এ অনুবাদ গ্রন্থে ব্ল্যাকহোল, সুপারনোভা, গ্যালাক্সিসহ মহাকাশে বিজ্ঞানের নানা আবিষ্কারের কথা উল্লেখ রয়েছে। যা ইতিপূর্বে অনূদিত বিভিন্ন অনুবাদ গ্রন্থে পাওয়া যায় না। আধুনিক যুগে আবিষ্কৃত এসব তথ্য-উপাত্ত শুরু থেকেই আল কুরআনে সন্নিবেশিত থাকলেও অনুবাদের দুর্বলতার কারণে অনেকে তা সন্নিবেশ করতে পারেননি। মানুষের সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সবক্ষেত্রে সুখ-শান্তি ও সফলতা পেতে হলে কুরআনকে শেখা, বুঝা এবং মানার জন্য চেষ্টা করে যেতেই হবে। সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে, কুরআনকে পূর্ণাঙ্গরূপে বুঝার চেষ্টা আমৃত্যু অব্যাহত রাখতে হবে। আল কুরআনের এই বাংলা অনুবাদ গ্রন্থটিকে সহজ, সরল, প্রাঞ্জল, বাস্তব, বিজ্ঞানভিত্তিক, সর্বোপরি সব শ্রেণির পাঠক-পাঠিকার কাছে সাদরে গ্রহণযোগ্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এটিকে অনুবাদ গ্রন্থ না বলে কুরআনের মর্মবাণী বা সরল উপস্থাপনা বলা যেতে পারে। এ প্রকাশনার সাথে সম্পৃক্ত সবাইকে এবং যারা এ গ্রন্থ পড়ে সামান্য উপকৃত হবেন - তাদের সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিন, কবুল করে নিন; তথা ঈমান ও হেদায়েতের মতো শ্রেষ্ঠ সম্পদ দান করুন, আমিন। অনুবাদক - ড. ঈসা মাহদী পরিমার্জনা ও সহযোগিতায় : হাফেয মাওলানা মুফতি মোহাম্মদ নূরুল আজিম হাফেয মাওলানা মুফতি আবদুর রহমান হাফেয মাওলানা মুহাম্মদ মনজুরে মাওলা মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ বিন রেজা মুফতি মোহাম্মদ নূরুল ইসলাম প্রফেসর ডা. এস আর খান প্রকৌশলী আমিনুর রহমান খান
Title
বাস্তব এবং বিজ্ঞানভিত্তিক আল কুরআনের সরল বাংলা অনুবাদ (পকেট ও ভ্যানিটি ব্যাগ সাইজ)