সত্যিকারের স্বপ্ন জেগেই দেখতে হয়। ঘুমিয়ে যা দেখা হয় তা দুঃস্বপ্ন। আসল স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। জীবন হচ্ছে সময়ের একটা বাগান। সময়কে কোনোভাবে নষ্ট করতে নেই। শান্তির শুরু আমাদের অন্তর থেকে। প্রতিটি ব্যক্তি শান্তির প্রথম উপাদান। এভাবে ব্যক্তি, পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, এলাকা, গোষ্ঠী, দেশ এবং পুরো পৃথিবী তথা মহাবিশ্বের প্রতিটি স্তরেই শান্তি দরকার। সপ্তাহে ৪০ ঘণ্টা খাটতে হয় বেঁচে থাকার জন্য। এর উপরে সময় ব্যয় করতে হয় সুখ ও সফলতার জন্য। সপ্তাহে ৮০ ঘণ্টা পর্যন্ত কাজ করা সম্ভব। স্রষ্টার উপর বিশ্বাস করে, নিজের প্রতি আস্থা রেখে, সঠিক কাজ, কর্মপদ্ধতি, কৌশল ও অধ্যবসায় অবলম্বন করলে সব সম্ভব। আমাদের সততা, জ্ঞান, শিক্ষা, প্রজ্ঞা, কঠোর পরিশ্রম, চিন্তা, বিনয়, বিশ্বাস, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেই। এভাবেই আমরা সুখ, শান্তি ও সফলতা অর্জন করব। অন্যরা পেরেছে, আমরাও পারব। ‘সুখ শান্তি সফলতা’ বইটি একজন পাঠকের জীবনে সুখ আর শান্তি আনয়ন করে সফলতা দান করবে বলে আমার বিশ্বাস। এ বইটি একটি মানুষকে এমনভাবে গাইড করবে যাতে করে সে কোনভাবেই ভুলপথে পরিচালিত না হয়। সঠিক পথে থেকে একজন মানুষ অল্প সময়ে উন্নতির চরম শিখরে যাতে আরোহণ করতে পারে সেদিকে দৃষ্টি রেখে বইটি লেখা। আশারাখি বইটি পড়ে সব ধরনের পাঠক ব্যাপকভাবে উপকৃত হবেন। জীবনে সুখ, শান্তি আর সফলতা অর্জনের ক্ষেত্রে বইটি অতি উচ্চমানের গবেষণার একটি ফসল। তাই, যারা জীবনে সুখী হতে চান, শান্তি পেতে চান, সফল হতে চান- তারা এ বইটি ভালোভাবে অধ্যয়ন করলে এবং বইয়ে দেয়া উপদেশগুলো অনুসরণ করলে যে কেউ কাঙ্ক্ষিত ফল লাভে সক্ষম হবেন। আর তখনই আমার এ পরিশ্রম সার্থক হবে। -ড. ইবনে আশরাফ