"দ্য লজ অফ হিউম্যান নেচার ১ম খণ্ড" বইটির সূচনা থেকে নেয়াঃ যেসব আবেগ এবং ইস্যর মূল গভীরে, মানুষ সাধারণত সেগুলাের সাথেই ডিলিংস করে, এই বিষয়টি উনুক্তের মাধ্যমে বইটি তােমাকে সাহায্য করবে। মানুষ যেসব আকাক্ষা এবং হতাশার অভিজ্ঞতা অর্জন করেছে তা তােমাকে বহু বছর এবং বহু যুগ পূর্বে নিয়ে যাবে। একটা বিশেষ মুহূর্তে তুমি তাদের পথ পার হতে পার এবং তুমি তাদের ক্রোধ অথবা হতাশার লক্ষ্যে পরিণত হতে পার। তারা যে বিশেষ ধরনের বৈশিষ্ট্য দেখতে চায় সেভাবে তােমাকে প্রজেক্ট বা কল্পনা করে। বেশির ভাগ ক্ষেত্রে তারা ব্যক্তি হিসেবে তােমার সাথে সম্পর্কিত নয়। এই বই তােমাকে দুঃখিত করবে না বরং এটা তােমাকে মুক্ত বা স্বাধীন করবে। মানুষের কটাক্ষ মন্তব্য ব্যক্তিগতভাবে নেয়া থেকে এই বই তােমাকে শিক্ষা দেবে, শান্ত থাকার পথ দেখাবে অথবা বিরক্তিকর মুহূর্তগুলাে নির্দেশ করবে। বইটি যতই তুমি আত্মস্থ করবে ততই তােমার নিজের আবেগের প্রতি প্রতিক্রিয়া নয় বরং মানুষের আচরণ কোথা থেকে আসে তা বুঝতে সাহায্য করবে এবং তা বােঝা ততটাই সহজ হয়ে যাবে। এই প্রক্রিয়ায় তুমি নিজেকে আরােও বেশি শান্ত অনুভব করবে। এটা তােমার মধ্যে শিকড় গাড়লে তুমি মানুষের সম্পর্কে কোন জাজমেন্ট দেওয়ার বদলে তাদের এবং তাদের ত্রুটিগুলাে মানব স্বভাবের অংশ হিসেবে গ্রহণ করবে। তােমার মধ্যে এই ধৈৰ্য্যশীল অ্যাটিচুড দেখে মানুষ তােমাকে ভালােবাসা শুরু করবে।