অ্যাস্ট্রোনমি থেকে কসমোলজি" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ মানব সভ্যতার আদিযুগ থেকেই মানুষকে বিস্ময়াবিষ্ট করেছে তারকাখচিত আকাশ। অবাক হয়ে দেখেছে রাতের নক্ষত্রখচিত আকাশ আর চন্দ্রকলাকে। দিনের বেলায় সূর্যের উপস্থিতি তাদের জুগিয়েছে আলাে আর তাপ। সূর্যকে তাই তারা দেবতার আসনে বসিয়েছে। পূজা করেছে। প্রাচীন পৃথিবীর প্রায় সমস্ত সভ্যতাতেই সূর্য বন্দনার প্রমাণ পাওয়া গেছে। যিশু খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর পূর্বেই মহাকাশের এই সূর্য, চন্দ্র ও তারকা মানুষকে মহাকাশ সম্পর্কে চিন্তা করতে শিখিয়েছে। সম্ভবত এখান থেকেই জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ। মহাবিশ্বে খালি চোখে দেখতে পাওয়া সূর্য, চন্দ্র আর অসংখ্য সাধারণ নক্ষত্র ছাড়াও অনেক বিচিত্র বস্তু আছে, যেমন- ধূমকেতু, গ্যালাক্সি (Galaxy), নেবুলা (Nebula), কোয়াসার (Quasar), পালসার (Pulsar), ব্ল্যাক হােল (Black Hole), নিউট্রন স্টার (Neutron Star), হােয়াইট ডােয়ার্ফ (White Dwarf), রেড জায়ান্ট (Red Giant) ইত্যাদি কত কী! অবশ্য সব কিছুই খালি চোখে দেখা যায় না, প্রয়ােজন। হয় নানা আধুনিক যন্ত্রের। এই সমস্ত কিছু নিয়েই হলাে। মহাবিশ্ব বা মহাজগৎ (Cosmos বা Universe)। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে এই সব মহাজাগতিক বস্তুর স্বরূপ ও তাদের ধর্ম কী? মহাবিশ্বলােকের উপাদান ও গঠন, পরিসর, প্রসার বা বিস্তার কীরকম? মহাবিশ্ব সৃষ্টির রহস্য ও তার ভবিষ্যৎ পরিণতি, এক কথায় মহাবিশ্বের বিবর্তন (Cosmic Evolution) কীভাবে ঘটছে? মহাবিশ্বে পৃথিবীর তথা মানুষের স্থান বা ভূমিকা কোথায় এবং তার অস্তিত্বের তাৎপর্য ও পরিণতিই-বা কী? এই সব হলাে বিশ্বতত্ত্ব তথা মহাবিশ্ববিজ্ঞান বা Cosmology-এর চিরন্তন আলােচনার বিষয়। এই বইতে এই সব বিষয় যথাসাধ্য সহজভাবে আলােচনা করা হয়েছে।
সৌমেন সাহা ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে এই জেলাতেই। খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পি.সি. কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান , প্রযুক্তি ও গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল শুরু থেকেই। সেই আগ্রহ থেকেই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এস.সি. ডিগ্রি লাভ করেন। সৌমেন সাহা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর পেশাগত জীবনেও তিনি বিজ্ঞান গবেষণার সাথে জড়িত। খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জাতীয় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের উদ্ভাবনের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন। পাঠক সমাদৃত সৌমেন সাহা এর বই সমূহ হলো ‘প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ’, ‘বৈদিক গণিতের পরিচয়’, ‘পাগল করা গণিত’, ‘যন্ত্ররা যেভাবে কাজ করে’, ‘বিজ্ঞানের জানা অজানা কথা’, ‘জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ’, ‘মাথায় কত প্রশ্ন আসে’ ইত্যাদি। তাঁর লেখার মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে রচিত সৌমেন সাহা এর বই সমগ্র খুব সহজ ও সাবলীলভাবে এই জটিল বিষয়গুলো উপস্থাপন করে। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে আত্মমগ্ন এই লেখক বর্তমানে ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।