ভূমিকা কর্মব্যস্ত দিন শেষে সমবয়সী বন্ধুরা নিজেদের মধ্যে একটু আনন্দানুভূতি আদান-প্রদান করব, এই প্রয়াসে হুট করেই ফেসবুকে একটি গ্রুপ খুলেছিলাম একদিন...কিছু সমমনা বন্ধুকে নিয়ে। ভাবগাম্ভীর্যের সীমা ছাড়িয়ে, গুরুগম্ভীর আচরণ এড়িয়ে চেয়েছিলাম শুধু হাহা-হিহিতেই মেতে থাকব পােস্টের কথায়, গানে আর মজায়! গ্রুপটার বিবরণীতে স্পষ্টতই উল্লেখ করেছি কোনাে রকম আর্থিক আর জটিল আলাপ এখানে নিষিদ্ধ। নিখাদ হাসি-তামাশা আর আনন্দের একটা প্ল্যাটফর্ম, যার নাম ‘ফান অব ফ্রেন্ডস'। বন্ধুদের বিনােদনমূলক বিচরণ ক্ষেত্র আমাদের এই গ্রুপ। সদস্যসংখ্যা ১০০০-এর কাছাকাছি বর্তমানে। শুরু থেকে আমি আর ইরফান আহমেদ অপু দুজনে মিলে প্রতিটি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি কীভাবে সবাইকে মানসম্মত আনন্দ দিয়ে হাসিতে মাতিয়ে রাখার ব্যবস্থা করা যায়! সেই উদ্যোগ থেকেই হঠাৎ ইরফানের দেয়া আইডিয়া নিজের আয়নায়' শিরােনামে গ্রুপে ইভেন্ট দিই আমরা। ভাবতেও পারিনি এত এত সাড়া আসবে। শেষ পর্যন্ত পােস্টের জন্য বেঁধে দেওয়া সময়সীমা বাড়াতেও হয়েছিল আমাদের। নিজের আয়নায় নিজের জীবনটাকে কীভাবে দেখছে সেটাই বন্ধুদের কাছে শেয়ার করার এই ইভেন্টটা আমাদের দুজনের সাহস বাড়িয়ে দিল! বন্ধু মােহাম্মদ এনামুল হকের পরামর্শে আবেগাপ্লুত হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম, প্রতিটি গল্প ছাপার অক্ষরে নিয়ে এসে আমরা একটা বইয়ে সংরক্ষণ করব, যার ফলাফল আজ সবার হাতে। এ বইটিকে আমি ব্যক্তিগতভাবে একটি ধনসম্পদসমৃদ্ধ রত্নভাণ্ডার হিসেবে আখ্যায়িত করতে চাই। একেকটি গল্প যেন একেকটি ভালােবাসা! খুব সহজ ছিল না এই ভালােবাসার গল্পগুলাে এভাবে বই আকারে সবার হাতে তুলে দেওয়ার পেছনের গল্পটা! তবুও আমরা পেরেছি—এটাই আমাদের গ্রুপের সফলতা। বন্ধু মিজানুর রহমান এবং আদেল ইসমাইলকে ধন্যবাদ, তাদের মূল্যবান মানসিক সহযােগিতার জন্য। ‘ফান অব ফ্রেন্ডস' নামক এই গ্রুপটার প্রথম লিখিত আবেগের ক্রোড়পত্র হচ্ছে এই বই, ‘নিজের আয়নায়। বইটি ছাপাতে যারা আমাদের সাহস এবং সহযােগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এবং ইরফান আহমেদ অপুর পাশাপাশি তারা প্রত্যেকে এ বইটি প্রকাশনার সফলতায় সমান অংশীদার। সাথে রয়েছে প্রতিটি গল্পের লেখক, যাদের লেখাগুলাে মূলত এ বইটির প্রাণ! আরাে একটি কথা, যেটি না বললেই নয়! সেটি হলাে, বইটির প্রচ্ছদ। গ্রুপ সদস্যদের নিজের হাতে আঁকা অনেকগুলাে ছবি থেকে সর্বশেষ এই ছবিটি সবার পছন্দের তালিকায় শীর্ষে স্থান পায়। তাই বইটির প্রচ্ছদশিল্পীকেও গ্রুপের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালােবাসা জানাচ্ছি। আশা করব পাঠকের মনে নিজের আয়নায় নিজের জীবনের এই গল্পগুলাে আবেগের এক অন্য রকম অনুভূতি তৈরি করবে!