ঈশপের গল্প ও নীতিকথা : খুবই মজার মজার গল্প| ঈশপ ছিলেন গ্রীসের অধিবাসী। তিনি ছিলেন একজন বিখ্যাত ও প্রাচীন গ্রীক গদ্যকার। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো উপকথা বা কল্পকাহিনী মুখে মুখে বলে প্রচার করেন। এই কল্পকাহিনীর মধ্যে রয়েছে অনেক নীতিকথা। তিনি প্রাণীসম্পর্কীয় চরিত্র, স্থির বিষয়াবলীকে ঘিরে রচিত উপ-কথার মাধ্যমে মানবচরিত্রের সমস্যার সমাধান করতে চেয়েছেন। গ্রীক ও রোমান লেখকেরা ঈশপের উপ-কথাগুলোকে গদ্য কিংবা পদ্যে ধারাবাহিকভাবে লিখে গেছেন। পৃথিবীর বহু ভাষায় এই গল্পগুলো অনুদিত হয়ে লক্ষ লক্ষ পাঠক হৃদয় জয় করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলা ভাষার লেখক মেরিনা আখতার মজুমদারের সম্পাদনায় ও পুর্ণকথনে সাহিত্যদেশ থেকে প্রকাশিত হয়েছে ‘ঈশপের গল্প ও নীতিকথা’ শিরোনামের বইটি। ছোটদের পাঠ্যপোযোগী করে লেখা গল্পগুলোর সাথে যুক্ত করে দেয়া হয়েছে গল্প থেকে প্রাপ্ত উপদেশ। বইটির গল্পসূচিতে ৩৭টি গল্প মুদ্রিত হয়েছে। প্রতিটি গল্পের সাথে রয়েছে গল্পের বিষয়ভিত্তিক ছবি। খুবই যতœ সহকারে ও নান্দনিকভাবে ছবিগুলো এঁকেছেন শিল্পী শাহ্ আলম। খরগোশ ও কচ্ছপের গল্প, দুষ্ট বাঘ ও লোভী বক, শিয়ালের বুদ্ধি এমন শিরোনামে খুবই মজার মজার গল্প রয়েছে বইটিতে। শিশু কিশোরদের মন, মনন, চরিত্র গঠন ও বিনোদনে গল্পগুলো ইতিবাচক ও কার্যকরী ভূমিকা রাখবে।