"সামারি অব দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বর্তমান শেয়ার মার্কেট ভালাে করে বুঝে সে অনুযায়ী বিনিয়ােগ করতে গ্রাহামের কালজয়ী জ্ঞান আপডেট করা জরুরি। সর্বকালের সবচেয়ে বড়াে বিনিয়ােগ উপদেষ্টা, বেঞ্জামিন গ্রাহাম ‘দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ এর মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে বুদ্ধিমানের মত শেয়ার মার্কেটে বিনিয়ােগ করা শিখিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন। গ্রাহামের ‘মান বিনিয়ােগের দর্শন বিনিয়ােগকারীদের যথেষ্ট ত্রুটি থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদি কৌশল বিকাশ করতে শেখায়। ১৯৪৯ সালে ‘দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ এর মূলবই প্রকাশের পর থেকে স্টক মার্কেট একে বিনিয়ােগের বাইবেল বানিয়ে নিয়েছে। এতাে বছর ধরে শেয়ারবাজারের উন্নতির ক্ষেত্রে গ্রাহামের কৌশলগুলাের প্রজ্ঞা প্রমাণিত হচ্ছে। গ্রাহামের মূল পাঠ্যের অখণ্ডতা রক্ষা করে সংশােধিত সংস্করণে বিশিষ্ট ফিনান্সিয়াল রিপাের্টার জেসন জুইগের হালনাগাদ মন্তব্য যুক্ত করা রয়েছে। জেসন জুইগের দৃষ্টিভঙ্গি আজকের বাজারের বাস্তবতাকে অন্তর্ভুক্ত করে, গ্রাহামের উদাহরণ এবং আজকের আর্থিক শিরােনামগুলাে সমান্তরালভাবে আকৃষ্ট করে এবং পাঠকদের গ্রাহামের নীতিগুলাে প্রয়ােগ করতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, ‘দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বইয়ের এই রিভিউ আপনাকে বিনিয়ােগের বেসিক বিষয়গুলাে মনে রেখে আর্থিক লক্ষ্যে পৌঁছার পথকে ত্রুটিমুক্ত রাখতে সাহায্য করবে।
Benjamin Graham ( May 9, 1894 – September 21, 1976) was a British-born American investor, economist, and professor. He is widely known as the "father of value investing," and wrote two of the founding texts in neoclassical investing: Security Analysis (1934) with David Dodd, and The Intelligent Investor (1949). His investment philosophy stressed investor psychology, minimal debt, buy-and-hold investing, fundamental analysis, concentrated diversification, buying within the margin of safety, activist investing, and contrarian mindsets. After graduating from Columbia University at age 20, he started his career on Wall Street, eventually founding the Graham-Newman Partnership. After employing his former student, Warren Buffett, he took up teaching positions at his alma mater, and later at UCLA Anderson School of Management at the University of California, Los Angeles. His work in managerial economics and investing has led to a modern wave of value investing within mutual funds, hedge funds, diversified holding companies, and other investment vehicles. Throughout his career, Graham had many notable disciples who went on to receive substantial success in the world of investment, including Buffett, who described him as the second most influential person in his life after his own father.