"দেশে বেড়াই" বইয়ের সংক্ষিপ্ত লেখা: ভ্রমণ শুধু প্রকৃতি দেখাই নয়। প্রকৃতি মানে মানুষ, তার জীবন, তার কথা বলা, তার গান গাওয়া। ভ্রমণের লেখা শুধু পর্বতের চূড়া আর সমুদ্রের তরঙ্গ ফেনাই নয়, ভ্রমণ তো সেখানেও, যেখানে নিভৃতে একটি ছোট্ট মটরফুল তার আশ্চর্য নীল রং মেলে ফোটে, দূর জনপদের ছোট্ট বাজারের প্রান্তে ক্লান্ত বৃদ্ধা একডালি শামুক বেচতে বসে, ছোট্ট পুঁটি মাছটি মৃতচোখে তাকিয়ে থাকে খ্যাপলা জালের খোপে। এমন উপলব্ধি নিয়েই মুক্তিযুদ্ধ ও আদিবাসী বিষয়ক স্কলার সালেক খোকন ঘুরে বেড়িয়েছেন দেশের আনাচে-কানাচের পথে-প্রান্তরে। তার দেখা পাহাড়, সমুদ্র, নদী, হাওড়, বন আর ঐতিহাসিক স্থান নিয়ে রচিত ভ্রমণকাহিনিগুলো আলোকচিত্রসহ একীভূত করা হয়েছে দেশে বেড়াই গ্রন্থটিতে। মুক্তিযুদ্ধের আকর ইতিহাস ও আদিবাসী বিষয়ক একাধিক গবেষণাগ্রন্থ’ প্রকাশিত হলেও এটি লেখক ও গবেষক সালেক খোকনের ভ্রমণবিষয়ক প্রথম গ্রন্থ। সরল গদ্য ঢংয়ে লেখা এর কোনো একটি ভ্রমণকাহিনি পড়ে যদি আন্দোলিত হন, তবে সেখানে বেড়াতে যেতে ভ্রমণ গাইড হিসেবে গ্রন্থটি আপনার সহায়ক হবে। কেননা, বেড়ানোর জায়গাটিতে কখন ও কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, নিরাপত্তা ও পরিবেশ রক্ষাবিষয়ক সকল পরামর্শ ও হালনাগাদ তথ্যাদি সন্নিবেশিত করা হয়েছে এ গ্রন্থে। দেশে বেড়াই ভ্রমণপ্রিয় পাঠকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অনন্য গ্রন্থ।
লেখক ও গবেষক। জন্ম ঢাকায়। পৈতৃক ভিটা বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘তরুণ কবি ও লেখক কালি ও কলম’ পুরস্কার লাভ করে। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।