"আমরা অমৃতসর এসে গেছি" বইয়ের সংক্ষিপ্ত লেখা: বগিতে বেশি যাত্রী নেই। সামনের বার্থে বসে সর্দারজি তাঁর যুদ্ধের অভিজ্ঞতা শোনাচ্ছেন। যুদ্ধের সময় তিনি বার্মা ফ্রন্টে ছিলেন। তিনি গোরা সৈন্যদের নিয়ে ঠাট্টা-মশকরা করছেন এবং যখন তখন হাসিতে ফেটে পড়ছেন। একই বগিতে আমাদের পাশে তিনজন পাঠান বেপারি, তাদের একজনের চোখে সবুজ চশমা, উপরের বার্থে ঠেস দিয়ে আছেন। তিনি মিশুক ধরনের মানুষ। আমার দিকে বসা একজন শুকনো রোগা-পাতলা বাবুর সঙ্গে তিনি কৌতুক করে চলেছেন। এই চিকন ধাঁচের বাবুটিকে মনে হচ্ছে পেশোয়ারের লোক। কারণ তারা পশতু ভাষা ব্যবহার করছেন। আমার ডানদিকে এক কোণে এক বুড়ি, তার মাথা ও মুখমণ্ডল ঢাকা, তিনি জপমালায় হাত রেখে পুঁতি টানছেন আর জপছেন। ১৯৪৭-এর সেই দাঙ্গার কাহিনি ভীষ্ম সাহনিই পারেন জীবন্ত করে তুলতে, যদি তা অনূদিত হয় আন্দালিব রাশদীর হাতে। এই গ্রন্থে আরও অনূদিত হয়েছে নোবেল বিজয়ী ভি এস নাইপল ও কাজুও ইশিগুরোর গল্প, বুকার বিজয়ী হিলারি ম্যানটেল ও জোখা আল-হার্থির গল্প। এই গ্রন্থে অনূদিত গল্পগুলো হচ্ছে : আমরা অমৃতসর এসে গেছি (ভীষ্ম সাহনি), মাতৃত্ব (ভি এস নাইপল), পারিবারিক নৈশভোজ (কাজুও ইশিগুরো), বুলবুলি ও গোলাপ (অস্কার ওয়াইল্ড), যে লোকটি বিস্ময় বিক্রি করত (গজনফর আলী), শত্রæ (এ জি আতহার), এক পাঞ্জাবি যাজকের গল্প (খুশবন্ত সিং), বিবৃতি ( গোবিন্দ পাঞ্জাবি), লাভ ম্যারেজ (বংশী নির্দোষ), এক রাতের স্বর্গ (ফৈয়াজ রিফাত), সংসার (হিলারি ম্যানটেল), কারবালা বহুদূর (হামিদ সুহরাওয়ার্দি), দুসরা কাফন (শাফাক), সমুদ্র ও শব্দ (আনোয়ার খান), নোটের জন্য ভোট নয় (এ কে পদ্ম), বিয়ে (জোখা আল-হার্থি), গল্প ও জীবনের শেষাংশ (যোগীন্দর পাল)। আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর হাতের অনুবাদও তাঁর উপন্যাসের মতোই পাঠককে ধরে রাখে।
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন। এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আন্দালিব রাশদী কথাসাহিত্যিক। প্ৰবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশোনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছেন। আন্দালিব রাশদীর উপন্যাস: কাজল নদীর জলে, হাজব্যান্ডস, পপির শহর, ঝুম্পানামা, অধরা, জলি ফুপু, ম্যাজিশিয়ান, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কাকাতুয়া বোনেরা, সূচনা ও সুস্মিতা, ট্যারা নভেরা, লুবনা ও কোকিলা, ডোনাট পিলো, কঙ্কাবতীর থার্ডফ্লোর, শিমুর ভোরবেলা, বুবনা। ছােটগল্প : শিমুর বিয়ের গল্প, হুমায়ুন, আন্দালিব রাশদীর বাছাই গল্প, ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প । প্ৰবন্ধ/অনুবাদ ; আমলা শাসানো হুকুমনামা, ইডিপাস কমপ্লেক্স, লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ, তলস্তয়, রেশমা ও রাধিকা, মুন্নিবাই ও এককুড়ি দক্ষিণ এশীয় গল্প, কুমারী, ভাইস চ্যান্সেলর ও অন্যান্য গল্প, খুশবন্ত সিং-১, খুশবন্ত সিং-২। কিশোর সাহিত্য : কোব্বাদ ফ্রায়েড চিকেন, সিক্কাটুলি থেকে ভূতের গলি, ভূত ধরতে সুপার গ্রু, ভূতশুমারি, সিন্দাবাদ (অনুবাদ), রবিনসন ক্রুসো (অনুবাদ), পলিয়ানা (অনুবাদ), ট্যারা মাখনার নোবেল প্ৰাইজ।