"বীরঙ্গনা" বইয়ের সংক্ষিপ্ত লেখা: নারী সাহাবিদের জীবনী নিয়ে অনেক বই লেখা হয়েছে। অনেক অনুবাদ, অনেক মৌলিক বই পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। তন্মধ্যে এমন সাহাবিয়াদের জীবনীও আছে, যাঁরা জিহাদের ময়দানে দৃঢ়তা ও অবিচলতার নতুন ইতিহাস রচনা করেছেন। আহতদের জখমে পট্টি বেঁধেছেন। তাঁদেরকে পানি পান করিয়েছেন। যুদ্ধকালে মুজাহিদদের সাহস যুগিয়েছেন। কিন্তু এতশত বইয়ের ভিড়ে নারী সাহাবিদের জীবনী সম্বলিত এমন একটি বইও আমার চোখে পড়েনি যাঁরা মুজাহিদদের কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র যুদ্ধ করেছেন; যাঁদের রণহুংকারে বাতিলের তখত-তাকাত থরথর করে কেঁপেছে। আমি খুঁজেছি। অনেক খুঁজেছি। স্যোশাল মিডিয়ায়, বিভিন্ন প্রকাশনে, বই বোদ্ধাদের কাছে। কিন্তু পাইনি কোথাও। আপনারা পেয়েছেন কী? তাই বইটিতে এমন বারোজন যোদ্ধা সাহাবিয়াদের জীবনী তুলে ধরেছি, রণাঙ্গনে যাঁরা সশস্ত্র যুদ্ধ করেছেন। যুদ্ধে এমন বীরত্ব প্রদর্শন করেছেন, যা দেখে পুরুষরাও ঈর্ষান্বিত হয়েছেন। রণাঙ্গনে তাঁদের রুদ্রমূর্তি দেখে অনেকে বলেও ফেলেছেন, 'যোদ্ধা নিশ্চয় খালিদ হবেন বা কোনো ফেরেশতা।' বইটিতে উল্লেখ আছে খোদার রাহে শাহাদাত অর্জনকারী নারী সাহাবির জীবনী।
সালিম আব্দুল্লাহ সমকালের একজন স্বপ্নবান লেখক। ডাকনাম দুলাল। তিনি ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার উপকণ্ঠে মাস্টার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রফেসর শাহজাহান কবির একজন বিদ্বান ও উদ্যমী মানুষ। জ্ঞানপিপাসু মমতাময়ী মা হরদম পরিবার আগলে রাখেন। লেখা-পড়ার হাতেখড়ি পরদাদা মৌলবি হাসান আলি মিয়ার কাছ থেকে। প্রাথমিক অধ্যায়ন শেষ করেন কুড়িগ্রাম জেলার প্রখ্যাত বিদ্যাপিঠ 'হামিউসসুন্নাহ' মাদরাসায়। এরপর চলে যান দক্ষিণ বঙ্গে। সেখানকার সুপ্রসিদ্ধ মাদরাসা 'নানুপুর ওবাইদিয়া' থেকে কুরআন মাজিদের হাফেজ হন। এরপর চলে আসেন যান্ত্রিক শহর ঢাকায়। ঢাকার বিখ্যাত 'বাইতুস সালাম মাদরাসা' থেকে জানতে শুরু করেন ঐশী বাণীর মহান জ্ঞান। আর মেশকাত (স্নাতক) সম্পন্ন করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে 'ফরিদাবাদ মাদরাসা' থেকে। উচ্চশিক্ষা গ্রহণ করতে পাড়ি জমান উপমহাদেশের সর্বোচ্চ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ), ভারত। সমাপনী পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে দেশের নাম উজ্জ্বল করেন। সাহিত্যের প্রতি ঝোঁক ছোট বেলা থেকেই। প্রবাসী মামার কবিতার প্রতি মুগ্ধ হয়েই লেখালেখি শুরু। লিখেছেন বহু গদ্য, পদ্য, গল্প। 'গল্পগুলো গপ্পো নয়' তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।