"বিশ্বসেরা রূপকথার গল্প" বইয়ের সংক্ষিপ্ত কথা: সাহিত্যের মায়াবী এক শাখার নাম রূপকথার গল্প। শুনতে ও পড়তে কে না ভালোবাসে? ছোট-বড় সকলেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এ গল্পগুলো। কেননা, কল্পনার রাজ্য থেকে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করিয়ে আনতে এর জুড়ি নেই। সচরাচর দাদা-দাদী ও নানা-নানী তাদের ছোট্ট নাতি-নাতনীদের ঘুমপাড়ানোর ঔষধ হিসেবে এ গল্পগুলো ব্যবহার করেন। কিছুকিছু অতিউৎসাহী ছোট্ট সোনামণিদের ক্ষেত্রে দেখা যায় গল্পবলা শেষের দিকে এলেও তাদের চোখে ঘুম আসে না। তখন দাদা-দাদী, নানা-নানীরা ঘটনার সৌন্দর্য ও আকর্ষণীয়তা বাড়ানোর জন্য এসব গল্পগুলোর সঙ্গে নিজেদের কল্পকথা জুড়ে দেন। এ বইয়ের সংকলিত গল্পগুলোর ক্ষেত্রেও কিছুকিছু জায়গায় সংকলক মূল রূপকথার কাহিনির সঙ্গে প্রয়োজনভেদে তাঁর নিজস্ব কল্পকথা জুড়ে দিয়েছেন। এর ফলে গল্পগুলো আরও বেশি আধুনিকতা ও নতুনত্ব ফিরে পেয়েছে। বিশ্বের ৩০টি দেশের বাছাই করা জনপ্রিয় গল্পগুলো এ বইয়ে সংকলিত হয়েছে। প্রায় প্রতিটি গল্পেই রয়েছে কৌতূহল জাগানো ঘটনা, টানটান উত্তেজনা, নাটকীয়তার স্বাদ ও শেষে এসে শিক্ষণীয় বার্তা। গল্পের শুরু থেকেই কাহিনিগুলো জমে উঠার কারণে পাঠকেরা একবার পড়া শুরু করলে আর শেষ না করে উঠতে পারবেন না।
জনি হোসেন কাব্য। জন্ম ৫ মার্চ ১৯৯৬, লক্ষ্মীপুরের রায়পুরে, নানার বাড়িতে। বাবা মফিজুর রহমান ও মা আমেনা বেগমের মেঝো ছেলে তিনি। ৫ম শ্রেণিতেই লেখালিখির হাতেখড়ি। পরে জাতীয় দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, বাংলাদেশ সময়, পূর্বদেশ, সোনার দেশ, ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, ষাণ্মাসিক ও বার্ষিক পত্রপত্রিকায় লেখালিখি করেন। পাশাপাশি মাসিক শিশুকিশোর ম্যাগাজিন 'ভোঁদৌড়' সম্পাদনা করছেন।